भारत

Blog single photo

বিশ্ব স্বাস্থ্য দিবস : করোনার বিরুদ্ধে লড়াইয়ের নিয়ম পালনের আবেদন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

07/04/2021


নয়াদিল্লি, ৭ এপ্রিল (হি.স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বুধবার বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে স্বাস্থ্যকর্মীদের প্রতি তাঁর কৃতজ্ঞতা স্বীকার করে দেশবাসীর উদ্দেশ্যে তিনি কোভিদ-১৯ র নিয়মগুলো পালন করার আবেদন জানালেন। এদিন প্রধানমন্ত্রী টুইটে লেখেন, বিশ্ব স্বাস্থ্য দিবস-এ আমাদের ঘর-বাড়ি এবং পরিবেশকে স্বাস্থ্যকর রাখতে দিনরাত পরিশ্রম যারা করছেন, সেই স্বাস্থ্য কর্মীদের প্রতি আমার কৃতজ্ঞতা জানাই। তিনি তাদের ভূয়সী প্রশংসাও করেন। তিনি আরও জানান, বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে কোভিদ-১৯ র বিরুদ্ধে লড়াই করতে আমাদের সজাগ থাকতে হবে।  যার মধ্যে মাস্ক নিয়ম করে পড়তে হবে, নিয়মিতভাবে হাত ধুতে হবে এবং অন্য যে সমস্ত নিয়ম আছে সেগুলোও পালন করতে হবে। পাশাপাশি নিজেদের সুস্থ ও সুরক্ষিত রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গুলো গ্রহণ করার জন্য তিনি দেশবাসীকে আহ্বান জানান।
এদিন তিনি অন্য আরেকটি টুইট লেখেন, কেন্দ্রীয় সরকার দেশে আয়ুষ্মান ভারত এবং প্রধানমন্ত্রী জনধন যোজনা সহ অন্যান্য বেশ কয়েকটি প্রকল্পের মাধ্যমে কম খরচে স্বাস্থ্য পরিষেবা পেয়ে দেশবাসী সুনিশ্চিত থাকতে পারেন।  এই মুহূর্তে করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে দেশজুড়ে টিকাকরণ অভিযান চলছে।


হিন্দুস্থান সমাচার /সঞ্জয়


 
Top