क्षेत्रीय

Blog single photo

গামছা আর শাড়ির কাপড়ের টুকরোয় তৈরি সস্তার মাস্ক যাদবপুরে

06/04/2020

কলকাতা, ৬ এপ্রিল (হি. স.) : লক ডাউনের বাজারে করোনাভাইরাসের মোকাবিলায় যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে এল গামছা আর শাড়ির কাপড়ের টুকরোয় তৈরি খুব সস্তার মাস্ক।

লকডাউনের জেরে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় যাদবপুরের সেন্টার ফর অ্যাপ্রোপ্রিয়েট সোশ্যাল টেকনোলজিসের অধ্যাপক-গবেষকরা বাড়িতে বসেই এই কম দামের মাস্ক তৈরির পরীক্ষা নিরিক্ষা চালিয়েছেন। আর সেই মাস্ক তৈরিতে এতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ও অধ্যাপক-অধ্যাপিকারাও। এই মাস্ক তৈরির কাজ তদারক করেছেন যাদবপুরের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক স্বর্ণেন্দু সেন। 

স্বর্ণেন্দুবাবু জানান, “বাজারের জন্য ব্যবহৃত এক রকমের ব্যাগে পলিপ্রোপাইলিন থাকে যা জল আটকাতে সাহায্য করে। মাস্কের বাইরে এবং একদম ভিতরের স্তরে এই পলিপ্রোপাইলিন থাকছে। মাঝখানে পুরোনো সুতি, তা গামছা বা শাড়ি যা খুশি হতে পারে, তা রাখা হচ্ছে।“হিন্দুস্থান সমাচার/ অশোক


 
Top