खेल

Blog single photo

নির্বাসন উঠলে করোনার আবহে অধিনায়কত্ব ফিরে পাওয়া নিয়ে ভাবছেন না স্মিথ

30/03/2020


মেলবোর্ন, ৩০ মার্চ (হি.স.) : স্যান্ডপেপার গেট কান্ডের নায়ক স্টিভ স্মিথের উপর থেকে উঠে গেল অতিরিক্ত আরও এক বছরের নির্বাসন। রবিবার মেয়াদ শেষ হল সেই নিষেধাজ্ঞার। যদিও জাতীয় দলে অধিনায়কত্ব ফিরে পাওয়ার ব্যাপারে এই মুহূর্তে  কিছুই ভাবছেন না টেস্ট র‍্যাংকিংয়ে পয়লা নম্বর ব্যাটসম্যান।

এক সাক্ষাতকারে স্মিথ জানিয়েছেন, আপাতত করোনা উদ্বেগের মধ্যে তিনি শারীরিক ও মানসিক ভাবে ফিট থাকার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। একইসঙ্গে আইপিএল অনুষ্ঠিত হওয়ার বিষয়ে স্মিথকে খুব আশাবাদী না শোনালেও কোটিপতি লিগের জন্য নিজেকে তৈরি রাখছেন তিনি। আইপিএল প্রসঙ্গে প্রশ্ন করা হলে স্মিথ জানান, এই মুহূর্তে আইপিএল হওয়ার কোনও সম্ভাবনা সেই অর্থে দেখছি না। তবে আইপিএল আয়োজনের বিষয়ে আরও বেশ কয়েকবার বৈঠক হবে বলে নিশ্চিত স্মিথ।

উল্লেখ্য, ২০১৮ দক্ষিণ আফ্রিকা সফরে কেপ টাউন টেস্ট চলাকালীন স্যান্ডপেপার গেট কান্ডে অভিযুক্ত হন অস্ট্রেলিয়ার তিন ক্রিকেটার। তৎকালীন অধিনায়ক স্টিভ স্মিথ, সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার সহ দোষী প্রমাণিত হন ক্যামেরন ব্যানক্রফট। ব্যানক্রফট ৯ মাসের জন্য নির্বাসিত হলেও ১২ মাসের জন্য নির্বাসনে পাঠানো স্মিথ ও ওয়ার্নারকে। সঙ্গে তাঁদের অধিনায়কত্বের উপর নেমে আসে আরও একবছরের অতিরিক্ত খাড়া। রবিবার স্মিথের পাশাপাশি অধিনায়কত্বের উপর নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হল ওয়ার্নারেরও।

–হিন্দুস্থান সমাচার/ কাকলি


 
Top