खेल

Blog single photo

করোনায় আক্রান্ত ১০ জন ক্রিকেটারকে রেখেই রবিবার ইংল্যান্ড যাবে পাকিস্তান দল

27/06/2020
করাচী, ২৭ জুন (হি.স.): করোনায় আক্রান্ত ১০ জন ক্রিকেটারকে রেখেই ইংল্যান্ড
যাবে
পাকিস্তান দল । দ্বিতীয় দফার পরীক্ষায় জনের করোনা টেস্টের রেজাল্ট নেগেটিভ আসলেও ১০ জনকে রেখেই রবিবার ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেবে পাকিস্তান দলপিসিবির তরফে জানিয়ে দেওয়া হয়েছে, করোনা আক্রান্ত ক্রিকেটারদের পর পর দু'টি টেস্টের রেজাল্ট নেগেটিভ এলে, তাঁদের আলাদা করে ইংল্যান্ডে পাঠানোর বন্দোবস্ত করবে তারা। আপাতত ১০ জনকেই থেকে যেতে হচ্ছে দেশে আপাতত পাকিস্তানের ২০ জন ক্রিকেটার ১১ জন সাপোর্ট স্টাফ রওনা দেবেন ম্যাঞ্চেস্টারের উদ্দেশ্যে। যাঁদের মধ্যে রিজার্ভ দলের পেসার মুসা খান উইকেটকিপার-ব্যাটসম্যান রোহিল নাজির দলের সঙ্গে ইংল্যান্ড উড়ে যাবেনউল্লেখ্য, ১০
জনের মধ্যে ফকর জামান, মহম্মদ হাসনাইন, মহম্মদ হাফিজ, মহম্মদ রিজওয়ান, শাদব খান ওয়াহাব রিয়াজের দ্বিতীয় টেস্টের রেজাল্ট নেগেটিভ এসেছে। হায়দার আলি, হ্যারিস রউফ, কাশিফ ভাট্টি ইমরান খানের সঙ্গে সাপোর্ট স্টাফ মালাঙ্গ আলির রিপোর্ট এখনও পজিটিভ

হিন্দুস্থান
সমাচার/ কাকলি


 
Top