खेल

Blog single photo

ছ'মাসের মাইনে দান করার সিদ্ধান্ত নিলেন কুস্তিগীর বজরং পুনিয়া

24/03/2020

মুম্বাই, ২৪ মার্চ (হি.স.) : কোভিড-১৯  ভাইরাসের সঙ্গে লড়াইয়ে সাহায্যের লক্ষ্যে ছ'মাসের মাইনে দান করার সিদ্ধান্ত নিলেন কুস্তিগীর বজরং পুনিয়া । তিনি টুইট করে জানান তাঁর এই সিদ্ধান্তের কথা। তার সঙ্গে সোমবার তিনি দাবি তোলেন টোকিও অলিম্পিক্স স্থগিত রাখার। তাঁর উদ্যোগের প্রশংসা করেন ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু।

তিনি জানান, যে সব দেশ ইতিমধ্যেই নাম তুলে নিয়েছে তাদের ছাড়া অলিম্পিক্স হলে গেমসের জৌলুস থাকবে না। ২৫ বছরের বজরং ভারতের হয়ে পদকের দাবিদার। তবে, ইতিমধ্যেই অলিম্পিক্স হওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে। কারণ গোটা বিশ্বই এর বিরোধিতা করছে। করোনাভাইরাস যেভাবে গোটা বিশ্বকে ক্রমশ গ্রাস করে ফেলছে তাতে ইতিমধ্যেই ১৫ হাজারেরও বেশি মানুষের প্রাণ গিয়েছে তিন লাখের উপর মানুষ আক্রান্ত। এই অবস্থায় সব রকমের স্পোর্টস ইভেন্ট স্থগিত রাখা হয়েছে।
তিনি লেখেন, ‘‘কিন্তু এই পরিস্থিতির মধ্যেই যদি এটা হয় তাহলে অনেক দেশ তাদের অ্যাথলিটদের পাঠাবে না। ইতিমধ্যেই কানাডা ও অস্ট্রেলিয়া জানিয়ে দিয়েছে তারা তাদের অ্যাথলিটদের পাঠাবে না, তাহলে তার কী মানে। এটা শুধু ভারতের সমস্যা নয় এটা গোটা বিশ্বের বিষয় যেটা আগে সামলাতে হবে।''ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন জানিয়েছে, ভারতের অংশগ্রহন নিয়ে আগামী চার সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে। আন্তর্জাতক অলিম্পিক কমিটির উপর পর্যাপ্ত চাপ রয়েছে গেমস বাতিল করার।হিন্দুস্থান সমাচার / সোনালি


 
Top