राज्य

Blog single photo

ফের কলকাতা পুরসভার মুখ্য প্রশাসকের দায়িত্বে ফিরহাদ

04/05/2021


কলকাতা, ৪ মে (হি. স.): রবিবারই ফল প্রকাশ হয়েছে একুশের বিধানসভা ভোটের। বিধানসভা ভোটের ফল বলছে ফের ক্ষমতায় রয়ছে তৃণমূল। ভোটের ফল মিলতেই ফের কলকাতা পুরসভার মুখ্য প্রশাসকের দায়িত্বে ফিরহাদ হাকিম। 
করোনা কাঁটায় ভুগছে শহর। যত সময় বাড়ছে ততই বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতেই একুশের বিধানসভা ভোট হয়। সকলেরই চোখ ছিল একুশের ভোটের ফলের দিকে। অবশেষে রবিবার প্রকাশ্যে আসে ভোটের ফল। ফল অনুযায়ী ফের মসনদে তৃণমূল। 
অন্যদিকে, মেয়াদ শেষ হয়ে গিয়েছিল প্রাক্তন পুরবোর্ডের সদস্যদের। তবে, ভোট মিটতেই ফের কলকাতা পুরসভার মুখ্য প্রশাসকের দায়িত্বে ফিরহাদ হাকিম। মঙ্গলবার একটি নির্দেশিকা জারি করে মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় এমনটাই জানিয়েছেন। পাশাপাশি, অন্যান্য দায়িত্বে বহাল হলেন অতীন ঘোষ, দেবাশিস কুমার-সহ প্রশাসকমণ্ডলীর সমস্ত সদস্যরা। 
হিন্দুস্থান সমাচার / পায়েল


 
Top