खेल

Blog single photo

এবার করোনায় আক্রান্ত আরসিবি-র অলরাউন্ডার ড্যানিয়েল সাম্স

07/04/2021


মুম্বই, ৭ এপ্রিল (হি.স.) : এবার মারণ ভাইরাস করোনায় আক্রান্ত হলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (আরসিবি)-র অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ড্যানিয়েল সাম্স। 
আইপিএলে করোনার থাবা ক্রমশ জাঁকিয়ে বসছে। আগামী ৯ এপ্রিল থেকে চেন্নাই শহরে শুরু হচ্ছে আইপিএল। তার ঠিক দুদিন আগে আজ, বুধবার কোভিড-১৯ পজিটিভ হয়েছেন ড্যানিয়েল।  এদিন আরসিবি-র তরফ থেকে দলের ট্যুইটার হ্যান্ডলে এই খবর ঘোষণা করা হয়। সেখানে বলা হয়েছে, গত ৩ এপ্রিল ভারতে আসেন এই ক্রিকেটার। সেই সময় তাঁর কোভিড পরীক্ষার রিপোর্ট নেগেটিভ ছিল।
তবে আজ ফের তাঁর দ্বিতীয় পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। যদিও তাঁর মধ্যে কোনওপ্রকার উপসর্গ নেই বলে দলের তরফে জানানো হয়েছে। বর্তমানে দলের নির্দিষ্ট করে দেওয়া স্বাস্থ্যশিবিরে আইসোলেশনে রয়েছেন ড্যানিয়েল। 
আরসিবি জানিয়েছে, দলের মেডিক্যাল টিম তাঁর সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রেখে চলেছেন। বিসিসিআই প্রোটোকল অনুযায়ী, সারাক্ষণ তাঁর স্বাস্থ্যের ওপর নজর রাখা হচ্ছে। 

হিন্দুস্থান সমাচার /সঞ্জয়


 
Top