खेल

Blog single photo

আগামী বছর মার্চেই খুলে যেতে চলেছে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম

02/12/2019


আমেদাবাদ, ২ ডিসেম্বর (হি.স.) : আগামী বছরের মার্চেই খুলে যেতে চলেছে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম। মোতেরা স্টেডিয়াম সংস্কারের কাজ প্রায় শেষ পর্যায়ে। সবকিছু ঠিকঠাক চললে আমেদাবাদের সর্দার প্যাটেল স্টেডিয়ামে একসঙ্গে মাঠে বসে খেলা দেখতে পারবেন প্রায় এক লক্ষ দশ হাজার মানুষ, যা মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়ামের দর্শকাসনের থেকেও বেশি।
২০২০ সালের মার্চে বিশ্ব একাদশ বনাম এশিয়া একাদশের ম্যাচ দিয়ে শুভ সূচনা হতে পারে সংস্কার হওয়া স্টেডিয়ামের। ইতিমধ্যেই আইসিসি-র অনুমতি চাওয়া হয়েছে বলে জানিয়েছেন বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলি। নতুন স্টেডিয়ামের উদ্বোধনে থাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদীর ভাবনাকে সামনে রেখেই বর্তমান বোর্ড সচিব জয় শাহের উদ্যোগে ২০১৭ সালে শুরু হয় সংস্কারের কাজ। খরচ হয়েছে প্রায় ৭০০ কোটি টাকা।
হিন্দুস্থান সমাচার/ সঞ্জয়


 
Top