अंतरराष्ट्रीय

Blog single photo

পশুরাও সংক্রমিত! নিউইয়র্কে বাঘের শরীরে মিলল কোভিড-১৯ ভাইরাস

06/04/2020

নিউইয়র্ক, ৬ এপ্রিল (হি.স.): শুধুমাত্র মানুষ থেকে মানুষের শরীরে নয়। পশুর শরীরেও থাবা বসাতে পারে মারণ করোনাভাইরাস। এবার তারই প্রমাণ মিলল। আমেরিকার নিউইয়র্ক শহরের ব্রনক্স চিড়িয়াখানার বাঘের শরীরে সন্ধান মিলল কোভিড-১৯ ভাইরাসের। নাদিয়া নামে একটি বাঘের শরীরে ভাইরাসের হদিশ পাওয়া গিয়েছে। ৪ বছর বয়সী মালয়েশিয়ার ওই বাঘটির শুকনো কাশি হয়েছে।
ওয়াল্ডলাইফ কনজারভেশন সোসাইটি বিবৃতি মারফত জানিয়েছে, ৪ বছর বয়সী মালয়েশিয়ার একটি বাঘের শুকনো কাশি হয়েছে। ওই বাঘের শরীরে কোভিড-১৯ ভাইরাসের সন্ধান মিলেছে। আশা করা হচ্ছে, চিকিৎসার পর বাঘটি সুস্থ হয়ে উঠবে। এর আগে বিড়ালের শরীরে কোভিড-১৯ ভাইরাসের উপস্থিতি পাওয়া গিয়েছিল। এই প্রথম বাঘের শরীরে মিলল এই মারণ ভাইরাস।

হিন্দুস্থান সমাচার। রাকেশ।


 
Top