राष्ट्रीय

Blog single photo

প্রবল বৃষ্টিতে তামিলনাড়ুতে দুই শিশু সহ নিহত ১৭

02/12/2019

চেন্নাই, ২ ডিসেম্বর (হি.স.) : প্রবল বৃষ্টিপাতে জেরবার তামিলনাডু। বাড়ি ভেঙে দেওয়া চাপা পড়ে রাজ্যের কোয়েম্বাটুর জেলার মেট্টুপালায়ামে  মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল নিহত ১৭। প্রশাসনের তরফে জানানো হয়েছে নিহতদের মধ্যে ১০জন মহিলা ও দুই শিশু র‍য়েছে। নিহতদের মধ্যে একই পরিবারের চার সদস্য রয়েছে।
বাড়ি ভেঙে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, দমকল এবং রাজস্ব দফতরের আধিকারিকেরা। শুরু হয় উদ্ধার কাজ। 

প্রশাসনের তরফে জানানো হয়েছে ভোর ৫টা ৩০মিনিট নাগাদ এই ঘটনাটি ঘটে। ধ্বংসস্তূপ থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। সোমবার সকালে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রবল বৃষ্টিতে দুর্বল হয়ে গিয়েছিল ২০ফুট উঁচু প্রাইভেট কম্পাউন্ডের দেওয়াল।
সোমবার বিশালাকার দেওয়াল ভেঙে পড়ে চারটি বাড়ির উপর। ওই বাড়িগুলিতে কমপক্ষে ২০ জন বাসিন্দা ছিলেন। তাঁদের মধ্যে ১৭ জনের মৃত্যু হয়েছে।
তামিলনাড়ুর পাশাপাশি বৃষ্টিতে বিপর্যস্ত কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিও। ভারী বৃষ্টির আশঙ্কায় পুদুচেরিতে সোমবার বন্ধ রয়েছে সমস্ত স্কুল। কোয়েম্বাটুরে দেওয়াল ভেঙে প্রাণহানির ঘটনায় আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করেছে তামিলনাড়ু সরকার। তামিলনাড়ু সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, মেট্টুপালায়ামে দেওয়াল ভেঙে প্রাণহানির ঘটনায় মৃতদের পরিবারপিছু ৪ লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে। নিহতদের স্মৃতির উদ্দেশ্যে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী এডাপাড্ডি পালানিস্বামী। নিহতদের মধ্যে ১৪জনের নাম জানা গিয়েছে তারা হলেন গুরু রামনাথ, আনন্দকুমার, হরিসুদা, শিভাকামি, ওভাইমাল, নাথিয়া, ভাইদেহি, থিলাগাভাথি, আরুক্কানি, রুখমনি, নিভেদা, চিন্নামাল, অক্ষয়, লকুরাম। উল্লেখ করা যেতে পারে নীলগিরি অঞ্চলে কোনুরে ১৩৩.৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। হিন্দুস্থান সমাচার / শুভঙ্কর 


 
Top