खेल

Blog single photo

জিম্বাবোয়ে সফরে যাবে না ভারতীয় দল: বিসিসিআই

12/06/2020


মুম্বই, ১২ জুন (হি.স.) : করোনা মহামারির কারনে এবার বাতিল হল বিরাট কোহলিদের জিম্বাবোয়ে সফর । বিসিসিআইয়ের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হল, করোনা ভাইরাসের জন্য পরিস্থিতি নিরাপদ না হওয়ায় আগস্টে জিম্বাবোয়ে সফরে যাবে না ভারতীয় দল।

২৪ জুন থেকে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩টি ওয়ান ডে ও ৩ ম্যাচের টি-২০ সিরিজ খেলার কথা ছিল ভারতের। ঠিক তার পরেই ২২ আগস্ট থেকে জিম্বাবোয়ে সফরে তিনটি একদিনের ম্যাচের সূচি নির্ধারিত ছিল মেন ইন ব্লু'দের জন্য। পরিবর্তিত পরিস্থিতিতে অনুষ্ঠিত হচ্ছে না দু'টি সফরের তিনটি সীমিত ওভারের সিরিজ।

করোনার জেরে আউটডোর অনুশীলনের জন্য পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক না হওয়া পর্যন্ত চুক্তিবদ্ধ ক্রিকেটারদের নিয়ে কোনও ক্যাম্প আয়োজন করবে না ভারতীয় ক্রিকেট বোর্ড । গত ১৭ মে বিজ্ঞপ্তি মারফৎ একথা জানিয়েছে ভারতীয় বোর্ড। এদিকে, টিম ইন্ডিয়ার কোচিং স্টাফেদের তরফে আগেই জানানো হয়েছে, ক্রিকেটারদের ম্যাচ ফিট হয়ে ওঠার জন্য অন্ততপক্ষে ৬ সপ্তাহের ট্রেনিং ক্যাম্পের প্রয়োজন। প্রস্তুতি ছাড়া কোহলিদের মাঠে নামা সম্ভব নয়। আর তাই শ্রীলঙ্কা ও জিম্বাবোয়ে সফরের আগে দেড় মাসের ক্যাম্প আয়োজন সম্ভব নয় বুঝেই পিছু সফর বাতিলের পথে হাঁটছে বিসিসিআই।

–হিন্দুস্থান সমাচার/ কাকলি


 
Top