अंतरराष्ट्रीय

Blog single photo

আফগানিস্তানে করোনায় মৃত্যু পুলিশ প্রধানের, মারা গেলেন জেলা গভর্নরও

03/06/2020

কাবুল, ৩ জুন (হি.স.): আফগানিস্তানে কোভিড-১৯ নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারালেন কুন্দুজ পুলিশ প্রধান আব্দুল রশিদ বশির। এছাড়াও করোনায় মৃত্যু হয়েছে কালা-ই-জাল জেলা গভর্নর ফাহিম কারলুকের। আফগানিস্তানের অভ্যন্তরীন মন্ত্রক জানিয়েছে, করোনায় আক্রান্ত হয়েছিলেন কুন্দুজ পুলিশ প্রধান আব্দুল রশিদ বশির, তিনি শ্বাসকষ্টে ভুগছিলেন। গত সপ্তাহে মিলিটারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে। বিষয়টি প্রকাশ্যে এসেছে বুধবার।
করোনাভাইরাসের প্রকোপ বেড়েই চলেছে আফগানিস্তানে। প্রতিদিনই দীর্ঘ হচ্ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। বুধবার দুপুর পর্যন্ত আফগানিস্তানে কোভিড-১৯ নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মোট ১৭,২৬৮ জন। সুস্থ হয়েছেন ১,৫২২ এবং মৃত্যু হয়েছে ২৯৪ জনের। আফগান স্বাস্থ্য দফতর সূত্রের খবর, বিগত ২৪ ঘন্টায় নতুন করে মারণ এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭৫৮ জন। এই সময়ের মধ্যে ১,৩২৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এছাড়াও ২৪ ঘন্টার মধ্যেই মৃত্যু হয়েছে ২৪ জনের এবং সুস্থ হয়েছেন ৭৮ জন। 

হিন্দুস্থান সমাচার। রাকেশ।


 
Top