खेल

Blog single photo

১৫ এপ্রিল পর্যন্ত জাতীয় ক্রীড়া সংস্থাকে যাবতীয় টুর্নামেন্ট বন্ধ রাখার নির্দেশ কিরেন রিজিজুর

19/03/2020

মুম্বাই, ১৯ মার্চ  (হি. স.) : সমস্ত জাতীয় ক্রীড়া সংস্থাকে যাবতীয় টুর্নামেন্ট ও ট্রায়াল ১৫ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু। করোনা ভাইরাস আতঙ্কের জেরে বৃহস্পতিবারই কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের তরফে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এমনকি অলিম্পিক প্রতিযোগিদের আইসোলেশনে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ভারতীয় অলিম্পিক সংস্থা ও জাতীয় ক্রীড়া সংস্থাকে দেওয়া চিঠিতে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক বলেছে, ‘জাতীয় ক্রীড়া সংস্থার যাবতীয় টুর্নামেন্ট ও ট্রায়াল ১৫ এপ্রিল অবধি বন্ধ থাকবে।’ এমনকি বলা হয়েছে, অলিম্পিকের প্রতিযোগী নন, এমন কেউ যেন এখন ট্রায়ালে অংশ না নেন। যারা অলিম্পিকে যাবেন, তাদের আইসোলেশনে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাতে অন্য কেউ প্রতিযোগীদের সংস্পর্শে আসতে না পারেন। এমনকি কোচ, টেকনিক্যাল ও সাপোর্ট স্টাফদের ক্ষেত্রেও একথা প্রযোজ্য। ইতিমধ্যেই করোনা ভাইরাসের জেরে আইপিএল ১৫ এপ্রিল অবধি স্থগিত করে দেওয়া হয়েছে। আই লিগও বন্ধ রয়েছে। দক্ষিণ আফ্রিকা সিরিজ বাতিল হয়েছে। এবার কেন্দ্র সরাসরি জানিয়েই দিল, দেশে ১৫ এপ্রিল অবধি কোনও খেলা আয়োজন করা যাবে না।  হিন্দুস্থান সমাচার / সোনালি


 
Top