खेल

Blog single photo

পিকের মৃত্যুতে শোক প্রকাশ তুলসীদাস বলরামের

20/03/2020


হুগলি, ২০ মার্চ (হি.স.): করোনার সাথে লড়াই এর মাঝেই আরও একটি দুঃখজনক সংবাদ পেল বঙ্গবাসী । বেশ কয়েকদিন ধরে কেলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর শুক্ররবার প্রয়াত হলেন কিংবদন্তী ফুটবলার পি কে বন্দ্যোপাধ্যায়। আর এ খবর শোনা মাত্রই শোকস্তব্দ হয়ে পরেন পি কে বন্দ্যোপাধ্যায়ের এক সময়ের মাঠের সঙ্গী তুলসীদাস বলরাম। 
হুগলির উত্তরপাড়ার জিটি রোড লাগোয়া বাড়িতে বসে স্মৃতিচারণে তিনি বলেন ফুটবল যতদিন বেঁচে থাকবে ততদিন বেঁচে থাকবে পিকে।  স্মৃতিচারণ করে তিনি আরও বলেন, তাঁদের একসাথে খেলার মুহূর্তগুলির পাশাপাশি তিনি মনে করেন তাঁর খেলা কোচিং এবং তাঁর ব্যবহার,  আচরণ মিস করবে ভারতীয় ফুটবল মহল। মাঠে নামলেই তিনি সবাইকে নিয়ে খেলতেন। তাঁর অসাধারণ খেলা সামনে থেকে আমরা দেখেছি। এখনকার প্রজন্মের ওনার সম্মন্ধে যানা উচিৎ।  তিনি শুধুই ফুটবল খেলেননি পরবর্তী সময়ে ময়দানে অনেক নামি ফুটবলার তৈরী করেছেন। 
ওনার তাত্মার চিরশান্তি হোক।

হিন্দুস্থান সমাচার /শমিত / কাকলি 


 
Top