खेल

Blog single photo

ইংল্যান্ড থেকে ফিরে সেল্ফ কোয়ারান্টিনে কুমার সাঙ্গাকারা

24/03/2020

কলম্বো, ২৪ মার্চ (হি. স.) করোনাভাইরাস মোকাবিলায়  নির্দেশিকা মেনে ইংল্যান্ড থেকে ফিরে সেল্ফ কোয়ারান্টিনে কুমার সাঙ্গাকারা। সোশ্যাল মিডিয়ায় নিজের খবর দিয়ে বাকিদেরও পরামর্শ দিলেন সামাজিক মেলামেশা থেকে আপাতত দূরে থাকতে। শ্রীলঙ্কার আর এক কিংবদন্তি মাহেলা জয়বর্ধনেও সাধারণ মানুষের প্রতি ভয়ে বদলে সতর্ক থাকার আবেদন জানান।

বাকি বিশ্বের মতো শ্রীলঙ্কাতেও করোনা থাবা বসিয়েছে। আক্রান্তের সংখ্যা আশি ছাড়িয়েছে। বিভিন্ন সতর্কতামূলক ব্যবস্থার মধ্যে বিদেশ থেকে আসা নাগরিকদের স্বেচ্ছা ঘরবন্দি থাকাও রয়েছে। করোনার বর্তমান এপিক সেন্টার ইউরোপ থেকে ফেরা সাঙ্গাকারা তা মেনে আপাতত কোয়ারান্টিনে রয়েছেন। তিনি বলেন, করোনার মতো কোনো উপসর্গ দেখা যায়নি আমার মধ্যে। কিন্তু সরকারের গাইডলাইন মেনে আপাতত ঘরবন্দি। গত সপ্তাহেই লন্ডন থেকে ফিরেছি।  হিন্দুস্থান সমাচার / সোনালি


 
Top