ट्रेंडिंग

Blog single photo

পশ্চিমবঙ্গে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ১৭,৫০১ জন

03/05/2021

03/05/2021
কলকাতা, ৩ মে (হি.স.): রোজ বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। করোনা কাঁটায় দেওয়াকে একপ্রকার পিঠ থেকে যাওয়ার জোগাড় শহরবাসীর। এরই মাঝে পশ্চিমবঙ্গে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ১৭,৫০১ । সোমবার এমনটাই খবর স্বাস্থ্য দফতরের তরফে প্রকাশিত বুলেটিন সূত্রে। 
স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন রাজ্যের ১৭,৫০১ জন। তাঁদের মধ্যে ৩,৯৯০ জনই কলকাতার। অর্থাৎ দৈনিক সংক্রমণের নিরিখে ফের প্রথম স্থানে কলকাতা। দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা। সেখানেও তিন হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন এদিন। নতুন আক্রান্তের সংখ্যা ৩,৯৬৫ জন। তৃতীয় স্থানে হাওড়া। একদিনে নতুন করে করোনা থাবা বসিয়েছে সেখানকার ৯৯০ জনের শরীরে। দক্ষিণ ২৪ পরগনা রয়েছে চতুর্থ স্থানে। একদিনে আক্রান্ত সেখানে ৯৬২ জন। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের করোনা গ্রাফও রীতিমতো ভয় ধরিয়েছে সেখানকার বাসিন্দাদের। দার্জিলিংয়ে একদিনে সংক্রমিত পাঁচশোর বেশি। এছাড়াও সব জেলা থেকেই মিলেছে নতুন সংক্রমিতের হদিশ। ফলে রাজ্যের মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৮,৮০, ৮৯৪।
করোনা আক্রান্ত হয়ে একদিনে মৃত্যু হয়েছে ৯৮ জনের। তাঁদের মধ্যে ২৩ জনই উত্তর ২৪ পরগনার। দৈনিক মৃত্যুর নিরিখে প্রথম স্থানে ওই জেলা। দ্বিতীয় স্থানে কলকাতা। সেখানে একদিনে মৃত্যু হয়েছে ২১ জনের।  যার জেরে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে  ১১,৬৩৭ জন। একদিনে সুস্থ হয়ে উঠেছে ১৫,৯৩৭। ফলে মোট সুস্থতার সংখ্যা ০৭,৪৯,২৯৬। যার জেরে মোট সুস্থতার হার বেড়ে ৮৫,০৬ শতাংশ। গত ২৪ ঘন্টায় করোনা টেস্ট হয়েছে ৫৫,২৮৭। ফলে মোট করোনা টেস্ট হয়েছে ০১,০৬,০০,৩৪৬। 
 হিন্দুস্থান সমাচার / পায়েল


 
Top