खेल

Blog single photo

আইসিসির এলিট প্যানেলে ঢুকে পড়লেন ভারতীয় আম্পায়ার নীতিন মেনন

29/06/2020
নয়াদিল্লি,
২৯ জুন (হি.স.) : আইসিসির ইতিহাসে সবথেকে কম বয়সী আম্পায়ার হিসেবে এলিট প্যানেলে ঢুকে পড়লেন ভারতীয় আম্পায়ার নীতিন মেনন মাত্র ৩৬ বছর বয়সে ২০২০-২১ মরশুমের জন্য আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার এলিট প্যানেলের অন্তর্ভূক্ত হলেন মেননইংল্যান্ডের আম্পায়ার নাইজেল লংয়ের পরিবর্তে চার সদস্যের কমিটি নীতিনকে বেছে নেয় এলিট প্যানেলের জন্য। কমিটিতে ছিলেন আইসিসির জেনারেল ম্যানেজার জিওফ অ্য়ালারডিস, প্রাক্তন ক্রিকেটার তথা ধারাভাষ্যকার সঞ্জয় মঞ্জরেকর এবং দুই ম্যাচ রেফারি ডেভিড বুন রঞ্জন মদুগালেএমন গর্বের মুহূর্তে নীতিনকে অভিনন্দন জানিয়েছে বিসিসিআই আইসিসির এলিট প্যানেলে ঢুকে পড়ায় স্বাভাবিকভাবেই খুশি নীতিন। তিনি জানিয়েছেন, বিশ্বের সেরা আম্পায়ার ম্যাচ রেফারিদের সঙ্গে নিয়মিত কাজ করার স্বপ্ন ছিল, আশা করি নিজের পারফর্ম্যান্সে কাউকে হতাশ করব না।উল্লেখ্য, মেনন এখনও পর্যন্ত সাফল্যের সঙ্গে ৩টি টেস্ট, ২৪টি একদিনের আন্তর্জাতি ম্যাচ ১৬টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ পরিচালনা করেছেন।  তৃতীয় ভারতীয় হিসেবে আইসিসির এলিট প্যানেল আম্পায়ারের তকমা পেলেন নীতিন। তাঁর আগে শ্রীনিবাস বেঙ্কটরাঘবন সুন্দরম রবি আইসিসির এলিট প্যানেলের অন্তর্ভূক্ত হয়েছিলেন

হিন্দুস্থান
সমাচার/ কাকলি 


 
Top