मनोरंजन

Blog single photo

গুয়াহাটিতে ৬৫-তম ফিল্মফেয়ার ১৫ই, বহু তারকার সমাবেশে আসছেন না অমিতাভ-সলমন-আলিয়ারা

13/02/2020

গুয়াহাটি, ১৩ ফেব্রুয়ারি (হি.স.) : ইতিহাস রচনা করে গত ছয় দশক পর মুম্বাইয়ের বাইরে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের মতো অনুষ্ঠান হচ্ছে। এই প্রথম অসমে অনুষ্ঠিত হতে চলেছে ফিল্মফেয়ার। আগামী ১৫ ফেব্ৰুয়ারি অসম পর্যটন উন্নয়ন নিগম এবং টাইম গ্রুপের যৌথ উদ্যোগ ও ব্যবস্থাপনায় গুয়াহাটির সরুসজাই স্টেডিয়ামে সন্ধ্যায় শুরু হবে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের অনুষ্ঠান। 

মাঝে আর একদিন, সরুসজাই স্টেডিয়ামে শনিবার সন্ধ্যায় অনুষ্ঠেয় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের অনুষ্ঠানে সমাবেশ ঘটবে বহু বলিউডের তারকা। তাঁদের সঙ্গে একাকার হবেন অসমের প্রায় ১৫০ জন। বৃহস্পতিবার এই তথ্য দিতে অসম পর্যটন উন্নয়ন নিগমের চেয়ারম্যান জয়ন্তমল্ল বরুয়া এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছিলেন। তিনি জানান, অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন অক্ষয় কুমার, মাধুরী দীক্ষিত, রণবীর সিং, করণ জোহর, বিকি কৌশল, বরুণ ধাওয়ান, আয়ুস্মান খুরানা, মনীষ পল, সঞ্জয় ঘোষ, কাৰ্তিক আয়ান, রাজকুমার রাও, অনুভব সিং, পরিণীতি চোপ্ৰা, সানি লিয়ন, রাধিকা আপ্তে, অনন্যা পাণ্ডে-সহ বহু তারকা। অনুষ্ঠান পরিচালনা করবেন বিকি কৌশল এবং করণ জোহর। 

জয়ন্তমল্ল জানান, ফিল্মফেয়ারের অনুষ্ঠানে বিগবস অমিতাভ বচ্চন, সলমন খান, শাহরুখ খান, আলিয়া ভাট-সহ কয়েকজন তারকা আসতে পারবেন না। জানান, গোটা অনুষ্ঠানে অসমের সংগীতশিল্পী জুবিন গাৰ্গ, অভিনেত্রী সীমা বিশ্বাস, নিপন গোস্বামী-সহ প্ৰায় ১৫০ শিল্পীকুশলী তাঁদের কলা পরিবেশন করবেন। ইতিমধ্যে ফিল্মফেয়ারের টিকিট শেষ হয়ে গেছে জানিয়ে তিনি জানান, এক অসমের মানুষই প্ৰায় ৯০ শতাংশ টিকিট কিনেছেন। 

 হিন্দুস্থান সমাচার / এসকেডি


 
Top