खेल

Blog single photo

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে শোকের ছায়া ক্রীড়া জগতে

14/06/2020

কলকাতা, ১৪ জুন ( হি স): মুহুর্তের মধ্যে যেন থমকে গিয়েছে বলিউড।সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে স্তম্ভিত সিনে জগত থেকে অনুরাগীরা।মাত্র ৩৪ বছর আত্মহত্যার পথ বেছে নিলেন অভিনেতা। রবিবার মুম্বইয়ের বান্দ্রা এলাকায় নিজের ফ্ল্যাটে আত্মঘাতী হন অভিনেতা সুশান্ত সিং রাজপুত। অভিনেতার মৃত্যুর খবরে বলিউড-টলিউড থেকে শোকস্তব্ধ ক্রীড়াজগৎ ও।
 সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর খবর পেয়ে ট্যুইট করে মহেন্দ্র সিং ধোনি লিখেছেন, 'তুমি কেন এটা করলে। আত্মার শান্তি কামনা করি'। 
বিরাট কোহলি লিখেছেন, 'সুশান্ত সিং সম্পর্কে শুনে হতবাক। এটা মেনে নেওয়া খুব কঠিন। তাঁর আত্মার শান্তি কামন শান্তি কামনা করি। ঈশ্বর তাঁর পরিবার এবং বন্ধুদের সমস্ত শক্তি দান করুন'।
  শচীন টেন্ডুলকার লিখেছেন, 'প্রচণ্ড শকড হয়েছি এই অমূল্য জীবন শেষ হওয়ার সংবাদে। ওর মতো একজন তরুণ মেধাবী অভিনেতা।সুশান্তর পরিবার এবং বন্ধুদের জন্য আমার সমবেদনা। শান্তিতে ঘুমাও সুশান্ত'। রবি শাস্ত্রীও লিখেছেন, 'সুশান্ত সিং রাজপুতের মর্মান্তিক মৃত্যুতে আমি হতবাক। প্রতিশ্রুতি ও সম্ভাবনা নিয়ে ভেসে ওঠা জীবন হঠাৎ করেই শেষ হয়ে গেল। তাঁর পরিবার ও ভক্তদের প্রতি আমার সমবেদনা'। 
 ২০১৩ সালে সুশান্ত সিং রাজপুত অভিষেক কাপুরের 'কোই পো চে ' চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র জগতে পা রাখেন। এরপর একের পর এক ভালো সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন অভিনেতা। ধোনির বায়োপিকে অভিনয় করে দর্শকদের মনে অন্যতম জায়গা করে নিয়েছিলেন অভিনেতা। রাবতা, ছিছরে, কেদারনাথ সহ সিনেমাতে অভিনয় দক্ষতা দেখিয়েছিলেন সুশান্ত সিং রাজপুত।কিন্তু হঠাৎই এদিন আত্মঘাতী হলেন অভিনেতা কিন্তু কেন সেই প্রশ্নের উত্তর এখন অধরা। জানা যাচ্ছে মানসিক অবসাদে ভুগছিলেন অভিনেতা। চলছিল চিকিৎসা ও।প্রাথমিক তদন্তে, ঘর থেকে পাওয়া গিয়েছে অভিনেতার মেডিক্যাল রিপোর্ট ৷
 হিন্দুস্থান সমচার /পায়েল

 


 
Top