खेल

Blog single photo

করোনাভাইরাসের মোকাবিলায় পর্তুগালের হাসপাতাগুলিতে অর্থসাহায্যে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

25/03/2020

লিসবন, ২৫ মার্চ(হি. স.) : বিশ্ব মহামারী নোভেল করোনাভাইরাসের মোকাবিলায় পর্তুগালের হাসপাতাগুলিতে অর্থসাহায্যে এগিয়ে এলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। লিওনেল মেসিপেপ গুয়ার্দিওলার পর সংকটের সময়ে রোনাল্ডোর এই অর্থসাহায্য যথেষ্টই প্রশংসার দাবি রাখে। পর্তুগিজ তারকা ও তাঁর এজেন্ট পর্তুগালের একাধিক হাসপাতাল জীবনদায়ী সরঞ্জাম কেনার জন্য ১.০৮ মিলিয়ন অর্থ দান করেছেন বলে জানা গিয়েছে। রাজধানী লিসবন শহরের সান্তা মারিয়া হাসপাতাল কর্তৃপক্ষ এক বিবৃতিতে রোনাল্ডোকে কৃতজ্ঞতা জানিয়েছেন।

ওই হাসপাতালের দুটি ওয়ার্ডে ১০টি আইসোলেশন বেডভেন্টিলেটরহার্ট মনিটর সহ একাধিক সরঞ্জাম প্রদান করেছেন ক্রিশ্চিয়ানো ও তাঁর এজেন্ট জর্জ মেন্ডেজ। এছাড়া দেশের দ্বিতীয় বৃহত্তম শহর পোর্তোর সান্তো অ্যান্তোনিও হাসপাতালে ১৫টি ইন্টেনসিভ কেয়ার বেডপ্রয়োজনীয় ভেন্টলেটরমনিটর ও অন্যান্য সরঞ্জাম প্রদান করেছেন জুভেন্তাস তারকা। হাসপাতাল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, ‘এমন উদ্যোগ গ্রহণের জন্য আমরা রোনাল্ডো ও মেন্ডেজকে ধন্যবাদ জানাতে চাই। এই মুহূর্তে সরঞ্জামগুলোর প্রয়োজনীয়তা অসীম। ইতিমধ্যেই পর্তুগালে করে্ানাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২,৩০০ ছাড়িয়েছে। মৃতের সংখ্যা ৩৩।   সংকটে  দেশের স্বাস্থ্যব্যবস্থা। সংকট এড়াতে চিন থেকে সম্প্রতি ৫০০ ভেন্টিলেটর এবং ৪ মিলিয়ন মাস্ক আনিয়েছে পর্তুগাল। হিন্দুস্থান সমাচার / সোনালি


 
Top