खेल

Blog single photo

চেন্নাই সুপার কিংস শিবিরে করোনা আতঙ্কের জেরে বাতিল হল দলের অনুশীলন

03/05/2021


চেন্নাই, ৩ মে (হি.স.) : এবার ধোনির চেন্নাই সুপার কিংস শিবিরে করোনা আতঙ্কের জেরে বাতিল হল দলের অনুশীলন। দেশ জুড়ে করোনা আতঙ্ক বেড়েই চলছে। এ বার মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসে কোভিড থাবা বসালো।  সোমবারই কলকাতা নাইট রাইডার্সের স্পিনার বরুণ চক্রবর্তী এবং জোরে বোলার সন্দীপ ওয়ারিয়র কোভিডে আক্রান্ত হয়েছিলেন। চেন্নাই শিবিরে ভাইরাস হানার জেরে বাতিল করে দেওয়া হল সোমবারের অনুশীলন। জানা গিয়েছে, দলের সিইও কাশী বিশ্বনাথন, বোলিং প্রশিক্ষক লক্ষ্মীপতি বালাজি কোভিড আক্রান্ত হয়েছেন। এছাড়া টিম বাসের চালক এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। নিয়ম মাফিক তাঁদের নিভৃতবাসে রাখা হয়েছে। আপাতত জৈব বলয়ের বাইরে ১০ দিনের নিভৃতবাসে রাখা হয়েছে। সুস্থ হয়ে তাঁদের ফের বলয়ে ফিরতে হলে অন্তত দুবার করোনা পরীক্ষার ফল নেগেটিভ হতে হবে। যদিও ধোনির দল কিংবা আইপিএল-র তরফ থেকে এই বিষয়ে মুখ খুলতে রাজি হয়নি।
প্রসঙ্গত, এ দিকে সোমবার সকালে এই ভাইরাস আতঙ্কের জেরে বাতিল হয়ে গেল সোমবারের কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ম্যাচ। কলকাতা শিবিরে দু’জন করোনায় আক্রান্ত হওয়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর এ বার ধোনির চেন্নাই এই ভাইরাসের জালে জড়িয়ে গেল। আগামী ৫ মে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলতে নামবে ধোনির চেন্নাই। কিন্তু এর আগে স্টেডিয়ামের মাঠ কর্মীরা ভাইরাসে আক্রান্ত হওয়ার জন্য দুই দলের চিন্তা আরও বেড়েছে।

হিন্দুস্থান সমাচার /সঞ্জয়


 
Top