राज्य

Blog single photo

করোনায় আক্রান্ত হয়ে যাঁরা তাঁর সান্নিধ্যে এসেছেন সতর্ক করলেন জিতিন প্রসাদ

07/04/2021কলকাতা, ৭ এপ্রিল (হি স): করোনায় আক্রান্ত হয়েছেন এআইসিসি-র সাধারণ সম্পাদক এবং দলে পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক জিতিন প্রসাদ। 
যাঁরা তাঁর সান্নিধ্যে এসেছেন, বুধবার টুইটে তাঁদের সতর্ক করে নিজেদের পরীক্ষা করিয়ে নেওয়ার আবেদন করলেন তিনি। এই সঙ্গে জানিয়েছেন, চিকিৎসকের পরামর্শমত তিনি নিভৃতাবাসে আছেন। 
এ প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস নেতা রোহন মিত্র ‘হিন্দুস্থান সমাচার’-কে জানান, “২৯ মার্চ জিতিনবাবু কলকাতায় নির্বাচনী প্রচারে এসেছিলেন। ছিলেন বেঙ্গল ক্লাবে। ক’দিন বিভিন্ন জায়গায় গিয়েছিলেন। গতকালও ফলতা, বন্দর এলাকা প্রভৃতি স্থানে যান। আমি সঙ্গে ছিলাম। অনেকেই ওঁর কাছাকাছি এসেছিলেন। এই কারণে ওঁর সতর্কবার্তা আমিও শেয়ার করলাম। কাল উনি দিল্লি চলে গিয়েছিলেন। ফের শীঘ্রই কলকাতায় আসার কথা ছিল। কবে আসবেন, তা নির্ভর করবে ওঁর সুস্থতার ওপর।“

হিন্দুস্থান সমাচার/ অশোক


 
Top