खेल

Blog single photo

বিশ্বের মোট ১২০টি দেশে সরাসরি সম্প্রচারিত হবে এবারের আইপিএল, বাদ পাকিস্তান

15/09/2020
নয়াদিল্লি, ১৫
সেপ্টেম্বর (হি.স.) :  বিশ্বের মোট ১২০টি দেশে
এবারের আইপিএল সম্প্রচার  করবে স্টার স্পোর্টস
এবং তাদের সহকারী সংস্থাগুলি। সব দেশে টেলিভিশন সম্প্রচার সম্ভব না হলেও অ্যাপের মাধ্যমে
তা লাইভ স্ট্রিম করা যাবে। তবে এবছরও আইপিএল 
দেখতে পাবেন না পাকিস্তানের ক্রিকেটপ্রেমীরা। কারন পাকিস্তানের কোনও সংস্থার
সঙ্গে চুক্তি করেনি স্টার স্পোর্টস।করোনা আবহে প্রায়
৬টা মাস পরে শুরু হচ্ছে ক্রিকেটের মহারন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ । ১৯ সেপ্টেম্বর থেকে
শুরু হওয়া এবারের আইপিএল দেখা যাবে  বিশ্বের
মোট ১২০টি দেশে। স্টার স্পোর্টস এবং তাদের সহকারী সংস্থাগুলি এবারের আইপিএল সরাসরি
সম্প্রচার  করবে টেলিভিশন ও অ্যাপের মাধ্যমে  । দক্ষিণ পূর্ব এশিয়া, অস্ট্রেলিয়া, ব্রিটেন, আফ্রিকা,
এমনকী কানাডা, আমেরিকা এবং ইউরোপের বেশ কয়েকটি দেশে এই মেগা টুর্নামেন্ট দেখানো হবে। তবে এবছরও আইপিএল   দেখতে পাবেন না পাকিস্তানের ক্রিকেটপ্রেমীরা। গোটা
বিশ্বের প্রায় ১২০টি দেশে এই মেগা টুর্নামেন্ট লাইভ স্ট্রিমিংয়ের ব্যবস্থা করলেও পাকিস্তানের
কোনও সংস্থার সঙ্গে চুক্তি করেনি স্টার স্পোর্টস। ফলে পাকিস্তানে এবছরও আইপিএল লাইভ
দেখা যাবে না। উল্লেখ্য, এবছরও ভারতে আইপিএল দেখা যাবে স্টার স্পোর্টসের
একাধিক চ্যানেলে। মোট সাতটি ভাষায় শোনা যাবে কমেন্ট্রি। 

–হিন্দুস্থান সমাচার/ কাকলি


 
Top