खेल

Blog single photo

করোনা আতঙ্কে এক বছর পিছিয়ে গেল ইউরো কাপ

17/03/2020


লন্ডন১৭ মার্চ (হি.স.) :  করোনা আতঙ্কে এক বছর পিছিয়ে গেল ইউরো কাপ। মঙ্গলবার ইউরোপের ৫৫টি জাতীয় ফুটবল সংস্থার সঙ্গে এক কনফারেন্স কলের মাধ্যমে আলোচনার পর এই সিদ্ধান্তে পৌঁছয় উয়েফা ।

ইউরোপ জুড়ে করোনাভাইরাসের প্রকোপ যে আকার ধারণ করেছেতাতে  নজিরবিহীন সিদ্ধান্ত নিল উয়েফা। করোনা আতঙ্কে এক বছর পিছিয়ে গেল ইউরো কাপ।  চলতি বছরের ১২ জুন থেকে ১২ জুলাই পর্যন্ত এই প্রতিযোগিতা হওয়ার কথা ছিল। কিন্তু মঙ্গলবার ইউরোপের ৫৫টি জাতীয় ফুটবল সংস্থার সঙ্গে এক কনফারেন্স কলের মাধ্যমে আলোচনার পর এই সিদ্ধান্তে পৌঁছয় তারা। এখনও পর্যন্ত যা ঠিক হয়েছেতাতে আগামী বছর ১১ জুন থেকে এই প্রতিযোগিতা হতে পারে। তবে চূড়ান্ত দিন নিয়ে সিদ্ধান্তের আগে বিভিন্ন ক্লাবের লিগ ও আন্তর্জাতিক প্রতিযোগিতার তারিখ খতিয়ে দেখে নেওয়া হবে।

এক বিবৃতিতে উয়েফার প্রেসিডেন্ট আলেকজান্ডার সেসেরিন বলেন, ‘‘বিশ্বের অসংখ্য মানুষ ফুটবল ভালবাসেন। এই মুহূর্তে আমাদের দায়িত্ব নিতে হবে। একতা দেখাতে হবে। আমাদের কাছে সমর্থকসাপোর্ট স্টাফ ও ফুটবলারদের স্বাস্থ্য সবার আগে। তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’’ -হিন্দুস্থান সমাচার / কাকলি  


 
Top