राष्ट्रीय

Blog single photo

গুজরাটে করোনায় আক্রান্ত আরও ৮ জন, সংক্রমিত বেড়ে ৮২

01/04/2020

আহমেদাবাদ, ১ এপ্রিল (হি.স.): গুজরাটে কোভিড-১৯ নভেল করোনাভাইরাসে সংক্রমিত হলেন আরও ৮ জন। ৮ জনই সংক্রমিত হয়েছেন আহমেদাবাদে। ফলে বুধবার সকাল পর্যন্ত গুজরাটে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৮২।
বুধবার সকালে গুজরাট স্বাস্থ্য দফতর জানিয়েছে, গুজরাটে নতুন করে আরও ৮ জন মারণ করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। আহমেদাবাদে নতুন করে ৮ জন সংক্রমিত হওয়ার পর রাজ্যে আক্রান্তের সংখ্যা ৮২-এ গিয়ে ঠেকেছে। স্বাস্থ্য দফতর আরও জানিয়েছে, গুজরাটে এই মুহূর্তে ৩ জন করোনা আক্রান্ত রোগী ভেন্টিলেটর সাপোর্টে রয়েছেন।

হিন্দুস্থান সমাচার। রাকেশ।


 
Top