खेल

Blog single photo

কোয়ারেন্টিন সেন্টার গড়ে তুলতে নিজের বাড়ি কেরল সরকারকে দিলেনর ফুটবলার জাকির মুন্ডামপারা

03/04/2020


তিরুবনন্তপুরম, ৩ এপ্রিল (হি. স.) : করোনা তহবিলে অনেক ক্রীড়াবিদ সাধ্যমতো অর্থসাহায্য করছেন। কেউ আবার স্থানীয়দের জন্য চাল, ডাল, আলু, ডিম বিলি করছেন। কিন্তু এবার নিজের সাধের দু’তলা আস্ত বাড়ি করোনার কোয়ারেন্টিন কেন্দ্র হিসেবে ব্যবহার করার জন্য কেরলের স্বাস্থ্য দফতরকে দিলেন ফুটবলার জাকির মুন্ডামপারা  । তাঁর এই মানবিক রূপ দেখে মুগ্ধ এলাকাবাসী ।  
ভারতীয় ফুটবলে অতটা পরিচিত নাম নয় কেরলের ফুটবলার জাকির মুন্ডামপারা। । ২০১৩–১৪ মরশুমে মোহনবাগানে খেলে গিয়েছেন। কিন্তু গত  মরশুমটা ভাল যায়নি তাঁর। নির্বাসিত থাকার কারণে খেলতে পারেননি আইএসএলে। তার আগের বছর কেরালা ব্লাস্টার্সের জার্সি গায়ে খেলেছেন। এখন কোনও ক্লাব নেই। সেই যন্ত্রণা রয়েছে। তারওপর করোনার থাবায় তাঁর প্রাণের রাজ্য কেরল ভাল নেই। করোনা আক্রান্তের সংখ্যা যেখানে প্রায় তিনশো ছুঁইছুঁই। মানুষ অসহায় হয়ে পড়েছেন। জাকির তাই সিদ্ধান্ত নিয়েছেন কেরলের মানাপুরমের দুধসাদা দু’তলা বাড়িটা কোয়ারেন্টিন কেন্দ্র হোক। তাতে যদি রাজ্যের মানুষের উপকার হয়, তাতে তিনি তৃপ্ত হবেন।
জাকিরের বলেন, ‘গোটা বিশ্বজুড়ে মহামারি। সবাইকে এগিয়ে আসতে হবে। সরকার চেষ্টা করছে। কিন্তু জাতি–ধর্ম–বর্ণ নির্বিশেষে সবাইকে এর মোকাবিলায় এগিয়ে আসতে হবে। চিকিৎসক, সরকার যেমন যেমন বলছে, তা মেনে চলতে হবে।’ একটু থেমে জুড়ে দেন, ‘অনেকেই অর্থসাহায্য করছে। আমি একটু অন্য কিছু করতে চাইছিলাম। তাই বাড়ির লোকের সঙ্গে আলোচনাথ করে এই সিদ্ধান্ত। আগে মানুষ বাঁচুক, মানুষ বাঁচলে বাড়ি অনেক হবে।’ রোজ সকালে বুলেট নিয়ে বাড়িতে আসেন। স্বাস্থ্যকর্মীদের সঙ্গে রীতিমতো কাজও করছেন। হিন্দুস্থান সমাচার /  সোনালি


 
Top