खेल

Blog single photo

আগস্টে জিম্বাবোয়ে সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া

30/06/2020

সিডনী, ৩০ জুন (হি. স.) : মঙ্গলবার জিম্বাবোয়ে সিরিজ স্থগিত রাখার সিদ্ধান্ত নিল অস্ট্রেলিয়া। অগস্টের ঘরের মাঠে তিন ম্যাচের একদিনের সিরিজ খেলার কথা ছিল। ৯-১৫ অগস্ট হওয়ার কথা ছিল এই সিরিজ। কিন্তু করোনাভাইরাসের জন্য খেলার ঝুঁকি নিতে নারাজ ক্রিকেট অস্ট্রেলিয়া, জানিয়েছে ক্রিকেট ডট কম ডট এইউ। ১২ বছর পর অস্ট্রেলিয়ার উত্তরে আন্তর্জাতিক ক্রিকেট ফেরার কথা ছিল এই সিরিজের মাধ্যমে। কিন্তু প্লেয়ার, ম্যাচ অফিশিয়াল ও ভয়েন্টিয়ারদের শরীরের কথা ভেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্রিকেট অস্ট্রেলিয়া ঘোষণা করেছে তিন ম্যাচের সিরিজ এখন করা সম্ভব হচ্ছে না। সিএ এক বার্তায় জানিয়েছে, অনেক কিছু বিষয়কে মাথায় রেখে এই সিরিজকে স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বপায়ো-সিকিউরিটি ব্যবস্থা করে তবেই ক্রিকেট শুরু হবে।
ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও নিক হোকলে জানিয়েছেন, এই সিরিজ স্থগিত রাখার জন্য আমরা হতাশ। তবে ক্রিকেট অস্ট্রেলিয়া ও জিম্বাবোয়ে ক্রিকেটের যৌথ মতামতের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্লেয়ার, ম্যাচ অফিশিয়াল, ভয়েন্টিয়ার ও ফ্যানদের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং এই পরিস্থিতিতে এটিই সব থেকে বাস্তব সিদ্ধান্ত।'' তিনি আরও বলেন, ‘‘অন্য কোনও সময়ে আমরা এই সিরিজ আয়োজন করব জিম্বাবোয়ে ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনার ভিত্তিতে।'' ২০০৩-০৪-এর পর আবার অস্ট্রেলিয়া সফরে যাওয়ার কথা ছিল জিম্বাবোয়ের। জিম্বাবোয়ের তরফে জানানো হয়েছে, তারা অস্ট্রেলিয়ার মুখোমুখি হওয়ার জন্য মুখিয়ে ছিল কিন্তু পরিস্থিতির কারণে সেটা কিছুটা পিছিয়ে যাচ্ছে। যখন সম্ভব হবে তখন এই সিরিজ করার পরিকল্পনা রয়েছে।'' হিন্দুস্থান সমাচার / সোনালি


 
Top