खेल

Blog single photo

করোনা আক্রান্ত জকোভিচের কোচ গোরান ইভানিসেভিচ

27/06/2020
নয়াদিল্লি,
২৭ জুন (হি. স.) : আশঙ্কাই
সত্যি প্রমাণিত হল করোনা আক্রান্ত জকোভিচের কোচ গোরান ইভানিসেভিচ
। আদ্রিয়া
ট্যুরের ডিরেক্টরের জকোভিচের কোচ গোরান ইভানিসেভিচ জানিয়ে দেন, তিনিও করোনা পজিটিভ ২০০১-এর উইম্বলডন জয়ী ইভানিসেভিচ গোরান জানিয়েছেন, গত ১০ দিনে দু'বার তাঁর করোনা টেস্টের রেজাল্ট নেগেটিভ আসে। তৃতীয় বারের পরীক্ষায় করোনা ভাইরাসের অস্তিত্ব মেলে তাঁর শরীরেতাঁর সংস্পর্শে আসা সকলকে সতর্ক করে ইভানিসেভিচ বলেন, 'যাঁরা আমার সংস্পর্শে এসেছেন, তাঁদের জানাতে চাই যে, আমার করোনা টেস্ট পজিটিভ এসেছে। তাই তাঁদের অনুরোধ করব নিজেদের এবং প্রিয়জনদের স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন।'সঙ্গে গোরান এও জানিয়েছেন যে, তাঁর শরীরে করোনার কোনও উপসর্গ নেই এবং তিনি সেলফ আইসোলেশনে রয়েছেন। আপাতত তিনি ভালো আছেন

হিন্দুস্থান
সমাচার/ কাকলি 


 
Top