राष्ट्रीय

Blog single photo

মোহালিতে করোনায় সংক্রমিত বৃদ্ধ, পঞ্জাবে সংক্রমিত বেড়ে ৩৯

30/03/2020

চন্ডীগড়, ৩০ মার্চ (হি.স.): পঞ্জাবে কোভিড-১৯ ভাইরাসে সংক্রমিত হলেন আরও একজন। নতুন করে আরও একজন সংক্রমিত হওয়ার পর পঞ্জাবে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩৯। মোহালিতে আক্রান্ত হয়েছেন বছর ৬৫-র একজন বৃদ্ধ। সোমবার তাঁর শরীরে মারণ এই ভাইরাসের সন্ধান মিলেছে।
মোহালির ডেপুটি কমিশনার গিরিশ দয়ালান জানিয়েছেন, ৬ দিন আগে পিজিআইএমআর হাসপাতালে ভর্তি হয়েছিলেন ওই বৃদ্ধ। বুকে ব্যথা এবং শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। লালারসের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল, সোমবার ওই বৃদ্ধের শরীরে করোনাভাইরাসের সন্ধান মিলেছে। এই বৃদ্ধ সংক্রমিত হওয়ার পর পঞ্জাবে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩৯।

হিন্দুস্থান সমাচার। রাকেশ।


 
Top