खेल

Blog single photo

পরিযায়ী শ্রমিকদের পাশে শামি

02/06/2020


মুম্বই, ২ জুন (হি. স.) : করোনা বিপর্যয়ে বাড়ির পথে রওনা দেওয়া পরিযায়ী শ্রমিকদের পাশে ভারতীয় দলের তারকা পেসার মহম্মদ শামি । সাহসপুরে নিজের বাড়ির কাছে শিবির করে পরিযায়ী শ্রমিকদের হাতে খাবার প্যাকেট, জল ও মাস্ক তুলে দিচ্ছেন তিনি । পাশাপাশি বন্ধুদের নিয়ে উত্তরপ্রদেশে ২৪ নম্বর জাতীয় সড়কে বাসে করে বাড়ির পথে রওনা দেওয়া শ্রমিকদের জন্য খাবার প্যাকেট, জল ও মাস্কের ব্যবস্থা করেন তারকা ক্রিকেটার।
 শামির পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়ানোর কথা অনুরাগীদের জানায় বিসিসিআই । ভারতীয় বোর্ডের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করা হয়, যেখানে শামিকে কখনও বাসের যাত্রীদের আবার কখনও অস্থায়ী শিবিরে আগতদের খাদ্য ও মাস্ক বিতরণ করতে দেখা যাচ্ছে।
ভিডিওটির ক্যাপশনে লেখা হয়, ‘যখন ভারতবর্ষ করোনার বিরুদ্ধে লড়াই চালাচ্ছে, মহম্মদ শামি এগিয়ে এলেন যাঁরা বাড়ি ফেরার চেষ্টা করছেন তাঁদের সাহায্যের জন্য।
-হিন্দুস্থান সমাচার/ কাকলি


 
Top