राष्ट्रीय

Blog single photo

ই-সিগারেট সম্পূর্ণ নিষিদ্ধ করা উচিত : আর কে সিনহা

02/12/2019


নয়াদিল্লি, ২ ডিসেম্বর (হি.স.) : ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা ও রাজ্যসভার সদস্য আর কে সিনহা সোমবার ই-সিগারেট নিষিদ্ধের জন্য রাজ্যসভায় আনা বিলে সমর্থন জানিয়ে সম্পূর্ণ নিষেধাজ্ঞার পক্ষে বক্তব্য পেশ করেন।
বিজেপি সাংসদ সিনহা সোমবার রাজ্যসভায় ইলেক্ট্রনিক সিগারেট (উৎপাদন, আমদানি, রফতানি, পরিবহন, বিক্রয়, বিতরণ, গুদামজাত এবং বিজ্ঞাপন) নিষিদ্ধকরণ বিল, ২০১৯ নিয়ে আলোচনার সময় তামাকজাত পণ্য ব্যবহারের সৃষ্ট মারাত্মক রোগ নিয়ে আলোচনা করেন। সাংসদ সিনহা ই-সিগারেট নিষিদ্ধকরণ বিল নিয়ে আলোচনা করতে গিয়ে বলেন, ই-সিগারেটগুলি খুব ক্ষতিকারক রাসায়নিক ব্যবহারে ফুসফুসে খারাপ প্রভাব ফেলে। এটিকে নিষিদ্ধ করা অত্যন্ত জরুরি এবং প্রয়োজনে এই উপর জরিমানার ধার্য করা উচিত।
এই বিলে আলোচনার সময় বিভিন্ন দলের সদস্যরা ই-সিগারেটের সম্পূর্ণ নিষেধাজ্ঞাকে সমর্থন করে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের কাছে দাবি জানান।
হিন্দুস্থান সমাচার/ সঞ্জয়


 
Top