राष्ट्रीय

Blog single photo

ভদোদরায় মৃত্যু কোভিড-১৯ আক্রান্ত রোগীর, গুজরাটে করোনা-সংক্রমিত বেড়ে ১৪৪

06/04/2020

ভদোদরায় মৃত্যু কোভিড-১৯ আক্রান্ত রোগীর, গুজরাটে করোনা-সংক্রমিত বেড়ে ১৪৪

হমেদাবাদ, ৬ এপ্রিল (হি.স.): গুজরাটের ভদোদরায় নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারালেন বছর ৬২-র একজন রোগী। সোমবার সকালে ওই রোগীর মৃত্যু হয়। করোনা সংক্রমিত ওই বৃদ্ধা শ্রীলঙ্কা থেকে ফিরেছিলেন।
ভদোদরার জেলা শাসক শালিনী আগরওয়াল জানিয়েছেন, সোমবার সকালে মৃত্যু হয়েছে করোনা আক্রান্ত একজন বৃদ্ধার। ওই বৃদ্ধার মৃত্যুর পর ভদোদরায় করোনায় মৃতের সংখ্যা বেড়ে হল ২। শুধুমাত্র ভদোদরায় আক্রান্তের সংখ্যা ১২, তাঁদের মধ্যে ৪ জন সুস্থ হয়ে উঠেছেন।
এদিকে, সমগ্র গুজরাটে বিগত ১২ ঘন্টায় কোভিড-১৯ নভেল করোনাভাইরাসে সংক্রমিত হলেন আরও ১৬ জন। ১৬ জনের মধ্যে ১১ জন সংক্রমিত হয়েছেন আহমেদাবাদে, ভদোদরায় দু'জন এবং মেহসানা, পাটান এবং সুরাটে একজন করে আক্রান্ত হয়েছেন। ফলে সোমবার সকাল পর্যন্ত গুজরাটে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১৪৪।
সোমবার সকালে গুজরাট স্বাস্থ্য দফতর জানিয়েছে, গুজরাটে নতুন করে আরও ১৬ জন মারণ করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। ১১ জন সংক্রমিত হয়েছেন আহমেদাবাদে, ভদোদরায় দু'জন এবং মেহসানা, পাটান এবং সুরাটে একজন করে আক্রান্ত হয়েছেন। ফলে সোমবার সকাল পর্যন্ত গুজরাটে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১৪৪। স্বাস্থ্য দফতর জানিয়েছে, নতুন করে আক্রান্ত ১৬ জনের মধ্যে ১০ জনের দিল্লির তগলীগী জামাতের সঙ্গে প্রত্যক্ষ অথবা পরোক্ষ সম্পর্ক রয়েছে।

হিন্দুস্থান সমাচার। রাকেশ।


 
Top