खेल

Blog single photo

ময়দানের সব মালিদের খাবার ব্যবস্থা করল লাল-হলুদ শিবির

29/03/2020

কলকাতা, ২৯ মার্চ (হি স): লকডাউন এর বাজারের স্তব্ধ চারিদিক। এর মধ্যেই ময়দানের সব মালিদের খাদ্যের সংস্থান নিশ্চিত করল লাল-হলুদ শিবির । সারাবছর যাতে ভালোভাবে মাঠে খেলা যায় সেই জন্য অক্লান্ত পরিশ্রম করেন মালিরা। কিন্তু লকডাউনের জন্য পেটে টান পড়েছে তাদের। এই অবস্থায় তাদের পাশে দাঁড়াল ইস্টবেঙ্গল ক্লাব।
 অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করোনা মোকাবিলার জন্য ত্রাণ তহবিলে ৩০ লক্ষ টাকা অনুদান দিল ইস্টবেঙ্গল। প্রসঙ্গত কিছুদিন আগে এই ত্রাণ তহবিলে অনুদান দিয়েছিল সম্প্রতি আই লিগ জয়ী দল মোহনবাগান। তাঁদের অনুদানের মূল্য ছিল কুড়ি লক্ষ টাকা।
- হিন্দুস্থান সমাচার/মৌসুমী 


 
Top