राष्ट्रीय

Blog single photo

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রয়াত ধর্মীয় সঙ্গীতশিল্পী নির্মল সিং, পঞ্জাবে মৃত বেড়ে ৫

02/04/2020

অমৃতসর, ২ এপ্রিল (হি.স.) : পাঞ্জাবের পদ্মশ্রী শিখ ধর্মীয় সঙ্গীতশিল্পী এবং স্বর্ণ মন্দিরের প্রাক্তন হাজুরী রাগী নির্মল সিং করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন। বৃহস্পতিবার সকালে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। পঞ্জাবে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত বেড়ে ৫।

অপূর্ব শাবদ ও কীর্তনের জন্য তাঁর বিশ্বজোড়া খ্যাতি রয়েছে। ২০০৯ সালে পদ্মশ্রী সম্মান পান নির্মল সিং।তিনি সম্প্রতি বিদেশ থেকে ফিরে এসে দিল্লিচণ্ডীগড় ও অন্যান্য কয়েকটি জায়গায় সম্মেলনে অংশ নিয়েছিলেন। ১৯ মার্চ চণ্ডীগড়ে তাঁর বাড়িতে পরিবার পরিজনেরা কীর্তনের আয়োজন করেছিলেন। সেখানে তিনি নিজেও ছিলেন। বুধবার সন্ধ্যায় তার শারীরিক অবস্থা খারাপ হতে শুরু করে এবং তাঁকে ভেন্টিলেটরে স্থানান্তর করা হয়। বৃহস্পতিবার ভোর সাড়ে ৪ টায় তিনি মারা যান।করোনার সংক্রমণ নিশ্চিত হওয়ার একদিন পরই অমৃতসরে তাঁর মৃত্যু হয়। নির্মল সিংয়ের পরিবারের লোকজন সহ ১১ জনকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে।গোটা পঞ্জাবে করোনা সংক্রমণের ৪৬টি ঘটনা রয়েছে। তাঁকে নিয়ে করোনায় মোট পাঁচজনের মৃত্যু হল পঞ্জাবে। হিন্দুস্থান সমাচার / সোনালি


 
Top