अंतरराष्ट्रीय

Blog single photo

সলোমন দ্বীপপুঞ্জে ঘূর্ণিঝড়ে উলটে গেল যাত্রীবোঝাই নৌকা, মৃত কমপক্ষে ২৮

04/04/2020

হোনিয়ারা, ৪ এপ্রিল (হি.স.) :  ওশেনিয়া অঞ্চলে নিউ পাপুয়া গিনির পাশে অবস্থিত সলোমন দ্বীপপুঞ্জে ভয়াবহ ঘূর্ণিঝড়ের দাপটে উলটে গেল একটি যাত্রীবোঝাই নৌকা। এর ফলে কমপক্ষে ২৮ জনের মৃত্যু হয়েছে। শনিবার মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে । ওই নৌকায় থাকা আরও অনেক মানুষ এখনও নিখোঁজ  বলে জানা গিয়েছে।

স্থানীয় সূত্রে খবরবিশ্বের ১৯৫টি করোনা আক্রান্ত দেশের তালিকায় নাম রয়েছে সলোমন দ্বীপপুঞ্জেরও। সেখানে করোনার সংক্রমণ রুখতে বিভিন্ন গ্রাম খালি করা হচ্ছে প্রশাসনের তরফে। স্থানীয় সময় শনিবার সকালে পশ্চিম আরেয়ার দ্বীপের রাজধানী হনিয়ারা থেকে একটি নৌকা যাত্রীদের নিয়ে নিরাপদ জায়গা যাচ্ছিল। কিন্তুকিছুটা পথ অতিক্রম করার পরেই হারল্ড নামে একটি ঘূর্ণিঝড়ের পাল্লায় পড়ে। এরপরই ওই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, গত বৃহস্পতিবার সলোমন দ্বীপপুঞ্জে আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড় হারল্ড। এই বিষয়টি জানিয়ে ওই নৌকার চালককে যাত্রীদের নিয়ে যাতায়াত করতে বারণ করা হয়েছিল। কিন্ততিনি তা মানতে চাননি। একপ্রকার জোর করেই যাত্রীবোঝাই নৌকাটি নিয়ে যাত্রা শুরু করছিলেন। কিন্তুকিছুটা যাওয়ার পরেই সমুদ্রের উত্তাল ঢেউ ও প্রচণ্ড হাওয়ার ফলে নৌকাটি উলটে যায়। এর ফলে এখনও পর্যন্ত কমপক্ষে ২৮ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি নিখোঁজ রয়েছেন আরও অনেকে। তাই মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হয়েছে। হিন্দুস্থান সমাচার সোনালি


 
Top