ट्रेंडिंग

Blog single photo

রাঁচিতে জীপে ধাক্কা বেপরোয়া বাসের, মৃত্যু ৫ জন শ্রমিকের

02/12/2019

রাঁচি, ২ ডিসেম্বর (হি.স.): ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিতে বেপরোয়া বাসের দৌরাত্ম্য| নিয়ন্ত্রণ হারিয়ে শ্রমিক বোঝাই মাহিন্দ্রা জীপে ধাক্কা মারল বেপরোয়া একটি বাস| দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৫ জন শ্রমিকের| নিহত শ্রমিকরা কর্মসূত্রে রাঁচিতে যাচ্ছিলেন| তাঁদের বাড়ি সিকিদিরী থানার অন্তর্গত খম্ভাবন গ্রামে| দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন, তাঁদের উদ্ধার করে রাজেন্দ্র ইন্সটিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস-এ ভর্তি করা হয়েছে| সোমবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে রাঁচি জেলার ওরমাঞ্ঝি থানার অন্তর্গত চকলা মোড়ে কাছে| 
পুলিশ সূত্রের খবর, সোমবার সকালে চকলা মোড়ের কাছে একটি বাস (জেএইচ ১০ বিএফ ৬৩৩৩) নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা জীপে ধাক্কা মারে| জোরালো সংঘর্ষের জেরে বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়| দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৫ জন শ্রমিক| এছাড়াও ১০ জন গুরুতর আহত হয়েছেন| দুর্ঘটনায় নিহতদের নাম হল-দয়ানন্দ বেদিয়া, মণীষা কুমারী| বাকি ৩ জনের নাম ও পরিচয় জানা যায়নি| কী কারণে দুর্ঘটনার কবলে পড়ল বাস ও জীপ, তা তদন্ত করে দেখছে পুলিশ| 

হিন্দুস্থান সমাচার| রাকেশ|


 
Top