मनोरंजन

Blog single photo

গ্রামের মানুষের চাঁদায় এবার ‘দুধ পিঠের গাছ’

13/03/2020

কলকাতা,১৩ মার্চ (হি.স.):পিঠে তো সবার পছন্দ| তবে, পিঠের গাছ ! এ যেন সোনার পাথর বাটি | এবার এমনটাই সম্ভব হচ্ছে পরিচালক উজ্জ্বল বসুর নতুন  ছবির   ‘দুধ পিঠের গাছ’-এ |  আজ কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সন্মলেনের মুক্তি পেল ছবির ট্রেলার |
ছবির গল্প অনুযায়ী, বাগানে একটা পিঠে পুঁতে রেখে এসেছিল গৌর | যদি গাছ হয়, যদি তাতে পিঠে হয় | দিন কয়েক পরে সেখানেই মাটি ফুঁড়ে বের হল একটা চারা গাছ। সেই গাছ থেকে কি মিলবে পিঠে তা বলবে ‘দুধ পিঠের গাছ’| ছবিতে দেখা যাবে শিশু শিল্পী হরশীল দাসকে |তাছাড়াও দেখা যাবে দামিনী,কৌশিক,শিবানী ছাড়াও আরও অনেককে|
ছবির জন্য এই সে দিনও গ্রামের পথে পথে কখনও মাইকে হেঁকে, কখনও লিফলেট বিলি করে ছবি তৈরির জন্য টাকা চেয়ে ফিরেছেন উজ্জ্বল | ভূমিপুত্রকে ফেরায়নি আড়ংঘাটা গ্রাম |  গোটা তল্লাটের মানুষ যিনি যতটুকু পেরেছেন হাত বাড়িয়ে দিয়েছেন|  তাতেই উঠেছে ছবির তৈরির বাজেট ২৫ লক্ষ টাকা|  যা কীনা জমা রাখা হয়েছে এলাকারই একটি বেসরকারি কো-অপারেটিভ ব্যাঙ্কে| 

হিন্দুস্থান সমাচার /পায়েল  
Top