क्षेत्रीय

Blog single photo

দুর্গাপূজায় সরকারের ভূমিকা নিয়ে সরব এসইউসিআই(সি)

17/10/2020

কলকাতা, ১৭ অক্টোবর (হি. স.) : দুর্গাপূজা এবং তাকে ভিত্তি করে কেন্দ্র ও রাজ্য সরকারের ভূমিকা নিয়ে সরব হল এস ইউ সি আই(সি)। 

দলের রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য শনিবার এক বিবৃতিতে বলেন, “করোনা-অতিমারী ও তজ্জনিত দীর্ঘ লকডাউনের ফলে যখন জনজীবন বিপর্যস্ত, বিশেষ করে গরীব মানুষের রুটি-রুজি বাস্তবে বন্ধ, একের পর এক শিল্প-কারখানায় ঝাঁপ পড়ছে ও বেকারি বাড়ছে তখন দুর্গাপূজো ও সেই সম্পর্কিত নানা বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট লক্ষ লক্ষ নিম্নবিত্ত মানুষ যাদের এই সময় কিছু উপার্জন হয় তাদেরকে আর্থিকভাবে সহায়তা প্রদান করাটা অত্যন্ত জরুরী ছিল। কিন্তু খুব বিস্ময়ের সঙ্গে আমরা লক্ষ্য করছি, কেন্দ্রীয় ও রাজ্য সরকার তা না করে তাদের নেতা-মন্ত্রীরা আগামী বিধানসভা নির্বাচনের স্বার্থে এই উৎসবকে কতটা ব্যবহার করা যায় তার প্রতিযোগিতায় নেমেছেন। 
আগে ইমামভাতা ও সাম্প্রতিক পুরোহিতভাতা প্রদানের ঘোষণার কারণও একই। ক্লাবগুলিকে আর্থিক অনুদান বাস্তবে একই উদ্দেশ্যেই করা হয়েছে। অথচ উৎসবের এই দিনগুলিতে সংক্রমণ প্রবলভাবে বাড়ার সম্ভবনা থাকলেও তা প্রতিরোধে কার্যকরী কোন ব্যবস্থার উল্লেখ সরকারগুলির তরফে নেই। আমাদের দৃঢ় বিশ্বাস উৎসবের এই মাসে সার্বজনীন পূজার সংগঠকরা সংক্রমণ-বৃদ্ধি প্রতিরোধে এবং রাজ্যের গরীব মানুষদের সাহায্যে সক্রিয়ভাবে এগিয়ে আসবেন”।হিন্দুস্থান সমাচার/ অশোক


 
Top