अंतरराष्ट्रीय

Blog single photo

পাকিস্তানে করোনা-আক্রান্ত বেড়ে ৮০,৪৬৩, মৃত্যু ১,৬৮৮ জনের

03/06/2020

ইসলামাবাদ, ৩ জুন (হি.স.): পাকিস্তানে এক ধাক্কায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হলেন ৪,১৩১ জন, বিগত ২৪ ঘন্টায় পাকিস্তানে মৃত্যু হয়েছে ৬৭ জনের। ফলে বুধবার দুপুর পর্যন্ত পাকিস্তানে করোনা-আক্রান্তের সংখ্যা ৮০,৪৬৩-এ পৌঁছেছে। পাকিস্তানের পঞ্জাব প্রদেশে এখনও পর্যন্ত সংক্রমিত হয়েছেন ২৯,৪৮৯ জন, সিন্ধু প্রদেশে ৩১,০৮৬ জন, খাইবার পাখতুনখাওয়া প্রদেশে ১০,০২৭, বালোচিস্তানে ৪,৭৪০, ইসলামাবাদে ৩,১৮৮, গিলগিট-বালতিস্তানে ৭৭৯, আজাদ কাশ্মীরে ২৮৪।
সংক্রমণের পাশাপাশি মৃত্যুও ঠেকানো যাচ্ছে না পাকিস্তানে। বুধবার দুপুর পর্যন্ত পাকিস্তানে করোনায় মৃত্যু হয়েছে ১,৬৮৮ জনের। পাক স্বাস্থ্য দফতর সূত্রের খবর, সিন্ধু প্রদেশে ৫২৬ জন প্রাণ হারিয়েছেন, পঞ্জাবে ৫৭০, খাইবার পাখতুনখাওয়া প্রদেশে ৪৯০, বালোচিস্তানে ৪৯, ইসলামাবাদে ৩৪, গিলগিট-বালতিস্তানে ১২ জন এবং আজাদ কাশ্মীরে ৭ জন মারা গিয়েছেন।

হিন্দুস্থান সমাচার। রাকেশ।


 
Top