खेल

Blog single photo

নতুন সাজের শারজা স্টেডিয়াম দেখে মুগ্ধ সৌরভ

15/09/2020
দুবাই, ১৫ সেপ্টেম্বর
(হি.স.) :  নতুন সাজের শারজা স্টেডিয়াম দেখে
মুগ্ধ ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। শুধু স্টেডিয়াম
নয়, সেখানকার নিরাপত্তাও খুশি করেছে বিসিসিআই প্রেসিডেন্টকে । যার প্রমান মেলে তাঁর
মাঠে ব্যাটহাতে নেমে পড়া থেকে ।করোনা আবহে বিদেশে
আইপিএল আয়োজন খতিয়ে দেখতে গত ৯ সেপ্টেম্বর সৌরভ সংযুক্ত আবর আমিরশাহী উড়ে গিয়েছিলেন।
দুবাই পৌঁছে কয়েকদিন কোয়ারেন্টাইনে থাকার পরই কাজ শুরু করে দেন। দুবাইয়ের স্টেডিয়ামে
গিয়ে সবকিছু খতিয়ে দেখেন তিনি। ঘুরে দেখেন শারজা স্টেডিয়াম । শুধু দুবাই কিংবা শারজা
স্টেডিয়াম ঘুরে দেখা নয়, দুবাই স্টেডিয়ামে ঘুরে দেখার ফাঁকে নাকি কিছুক্ষণ ক্রিকেটও
খেললেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রেসিডেন্ট ।এবারের আইপিএল
একেবারে অন্য আবহে হচ্ছে। কোভিড পরিস্থিতিতে ক্রিকেটার থেকে সাপোর্ট স্টাফ, প্রত্যেকের
জন্যই থাকছে প্রচুর নিয়ম, বিধিনিষেধ। তাই নিরাপত্তার আরও কড়াকড়ি করা হয়েছে যাতে ক্রিকেটারদের
আশেপাশে কেউ ঘেঁষতে না পারেন। সৌরভ সবকিছু ঘুরে ঘুরে দেখেন। তারই এক ফাঁকে ব্যাট হাতেও
নেমে পড়েন। সৌরভ গিয়েছিলেন শারজা স্টেডিয়ামে। একটা সময় এই স্টেডিয়ামে দাপটের সঙ্গে
খেলেছেন। তবে আগের শারজা এখন আর নেই। ভোল বদলে গিয়েছে। অনেক উন্নত এই নয়া লুক। সেখানে
বেশ খানিকক্ষণ বৈঠকও করেন। শোনা যাচ্ছে, বুধবার সৌরভ যেতে পারেন আবু ধাবিতে। 

–হিন্দুস্থান
সমাচার/ কাকলি


 
Top