अंतरराष्ट्रीय

Blog single photo

মৃত্যু-নিরিখে চিনকে টপকাল আমেরিকা, করোনায় মৃত বেড়ে ৩,৪০০

01/04/2020

ওয়াশিংটন, ১ এপ্রিল (হি.স.): কোভিড-১৯ ভাইরাসের সংক্রমণে মৃত্যু-নিরিখে চিনকে পেছন ফেলল আমেরিকা। চিনে করোনাভাইরাস সংক্রমণে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৩,৩০৯ জনের। কিন্তু, মার্কিন মুলুকে মৃতের সংখ্যা ৩,৪০০ ছাড়িয়েছে।
অর্থাৎ করোনা-থাবায় ইতালি এবং স্পেনের পরই খারাপ অবস্থা আমেরিকায়।
রাতারাতি মৃত্যু ও সংক্রমণ বেড়েই চলেছে আমেরিকায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, 'আগামী কয়েক সপ্তাহ, খুব, খুব বেদনাদায়ক হতে চলেছে। কঠিন সময়ের জন্য প্রস্তুত থাকুন প্রতিটি আমেরিকান।' 

হিন্দুস্থান সমাচার। রাকেশ।


 
Top