अंतरराष्ट्रीय

Blog single photo

দক্ষিণ কোরিয়ায় করোনায় মৃত্যু বেড়ে ১৬৯, সংক্রমিত ৯,৯৭৬

02/04/2020

সিওল, ২ এপ্রিল (হি.স.): দক্ষিণ কোরিয়ায় কোভিড-১৯ নভেল করোনাভাইরাস সংক্রমণে প্রাণ হারালেন আরও ৪ জন। বিগত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৮৯ জন। আরও ৪ জনের মৃত্যুর পর দক্ষিণ কোরিয়ায় মৃতের সংখ্যা ১৬৯-তে পৌঁছেছে। সবমিলিয়ে দক্ষিণ কোরিয়ায় আক্রান্তের সংখ্যা ৯ হাজার ৯৭৬।
বৃহস্পতিবার সকালে কোরিয়া সেন্টার ফর ডিজিস কন্ট্রোল এন্ড প্রিভেনসন-এর পক্ষ থেকে জানানো হয়েছে, ২ এপ্রিল সকাল পর্যন্ত দক্ষিণ কোরিয়ায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৮৯ জন। এর ফলে গোটা দেশে সংক্রমিত রোগীর সংখ্যা ৯,৯৭৬ জন। প্রাণ হারিয়েছেন আরও ৪ জন, মৃতের সংখ্যা ১৬৯-তে পৌঁছেছে।

হিন্দুস্থান সমাচার। রাকেশ।


 
Top