अंतरराष्ट्रीय

Blog single photo

পৃথিবী জুড়ে বাড়ছে করোনা-সংক্রমণ, মৃত্যু বেড়ে ৩৩,৯২৫

30/03/2020

জেনেভা, ৩০ মার্চ (হি.স.): কোনওমতেই রাশ টানা যাচ্ছে না। বরং পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠছে! করোনায় বিশ্ব জুড়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। আর তার ফলে মৃত্যুর সংখ্যাও পাল্লা দিয়ে বাড়ছে দুনিয়া জুড়ে। গোটা বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ইতিমধ্যেই সাড়ে ৩৩ হাজারের গণ্ডি পেরিয়ে গিয়েছে। সংক্রমিত কমপক্ষে ৭২০,১১৭ জন। পৃথিবী জুড়ে অন্তত ১৭৫টি দেশে তাণ্ডব চালাচ্ছে করোনাভাইরাস। এই মুহূর্তে পরিস্থিতি সবচেয়ে উদ্বেগজনক আমেরিকা, ইতালিতে। ভারতেও সংক্রমণ ও মৃত্যু বাড়ছে।
৩০ মার্চ সকাল ৭.৩৬ মিনিট পর্যন্ত, জোন্স হোপকিন্স ইউনিভার্সিটির দেওয়া তথ্য অনুযায়ী, গোটা বিশ্বে কোভিড-১৯-এ আক্রান্তের সংখ্যা ৭২০,১১৭ জন। মৃতের সংখ্যা ৩৩,৯২৫। সবচেয়ে খারাপ অবস্থা আমেরিকা এবং ইতালিতে। আমেরিকায় আক্রান্তের সংখ্যা ১৩৯,৬০০-রও বেশি, ইতালিতে সংক্রমিত ৯৭,৬০০-রও বেশি। ইতিমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন ১৪৯,০৭৬ জন।

হিন্দুস্থান সমাচার। রাকেশ।


 
Top