ट्रेंडिंग

Blog single photo

ভারতে ২-কোটির ঊর্ধ্বে কোভিড সংক্রমণ, ৩,৪৪৯ বেড়ে ২.২২ লক্ষাধিক মৃত্যু

04/05/2021

নয়াদিল্লি, ৪ মে (হি.স.): ভারতে ধীরে ধীরে কমছে করোনা-আক্রান্তের সংখ্যা। কিছু দিন আগেই ৪-লক্ষ ছাড়িয়ে গিয়েছিল দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যা, তারপর থেকেই নিম্নমুখী করোনা-সংক্রমণের সংখ্যা। সোমবার সারা দিনে ভারতে কোভিডে সংক্রমিত হয়েছেন ৩ লক্ষ ৫৭ হাজার ২২৯ জন। এই সময়ে ভারতে সুস্থ হয়েছেন ৩ লক্ষ ২০ হাজার ২৮৯ জন এবং মৃত্যু হয়েছে ৩,৪৪৯ জনের। ভারতে দ্রুততার সঙ্গে চলছে টিকাকরণও। মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট ১৫,৮৯,৩২,৯২১ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। বিগত ২৪ ঘন্টায় ৩৩,৪৯১ জন বাড়ার পর ভারতে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা ৩৪.৪৭-লক্ষের (১৭.০০ শতাংশ) গণ্ডি ছাড়িয়ে গিয়েছে।
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে ৩,৫৭,২২৯ জন কোভিড-১৯ ভাইরাসে সংক্রমিত হওয়ার পর মোট করোনা-আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২,০২,৮২,৮৩৩। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক বুলেটিনে জানিয়েছে, বিগত ২৪ ঘন্টায় ৩,৪৪৯ জনের মৃত্যুর পর ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ২,২২,৪০৮ জন (১.১০ শতাংশ)। মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ভারতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৩৪ লক্ষ ৪৭ হাজার ১৩৩ জন। দ্রুততার সঙ্গে সংক্রমণ বৃদ্ধির মধ্যেও সুস্থতা স্বস্তি দিচ্ছে প্রতিদিনই, সোমবার সারা দিনে ভারতে করোনা-মুক্ত হয়েছেন ৩ লক্ষ ২০ হাজার ২৮৯ জন। ফলে মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ১,৬৬,১৩,২৯২ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৮১.৯১ শতাংশ। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট ১৫ কোটি ৮৯ লক্ষ ৩২ হাজার ৯২১ জনকে করোনা-টিকা দেওয়া হয়েছে, তাঁদের মধ্যে বিগত ২৪ ঘন্টায় টিকা দেওয়া হয়েছে ১৭,০৮,৩৯০ জনকে।

হিন্দুস্থান সমাচার। রাকেশ।   


 
Top