खेल

Blog single photo

গাড়ি দুর্ঘটনার মাথায় চোট পেয়েছেন আফগান ক্রিকেটার আফসর জাজাই

21/06/2020


কাবুল, ২১ জুন (হি. স.): গাড়ি দুর্ঘটনার মাথায় চোট পেয়েছেন আফগানিস্তানের তারকা ক্রিকেটার আফসর জাজাই। আফগানিস্তান ক্রিকেট দলের প্রাক্তন মিডিয়া ম্যানেজার এম ইব্রাহিম ২৬ বছর বয়সী উইকেটকিপার-ব্যাটসম্যান দুর্ঘটনার খবর জানিয়ে সোশ্যাল মিডিয়ায় জাজাইয়ের ও দুর্ঘটনাগ্রস্ত গাড়ির ছবি পোস্ট করেছেন। তবে ঘটনা সম্পর্কে বিশেষ কিছু বিবরণ দেননি। শুধু জানা গিয়েছে যে, শনিবার ঘটেছে এই দুর্ঘটনা।

ইব্রাহিম টুইটারে লেখেন, ‘জাতীয় ক্রিকেটার উইকেটকিপার-ব্যাটসম্যান আফসর জাজাই গাড়ি দুর্ঘটনায় রক্ষা পেয়েছেন। মাথায় অল্প চোট লেগেছে তাঁর। তবে গাড়িটি অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে। ঈশ্বর তোমার মঙ্গল করুন। তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো।

২০১৮ সালে ভারতের বিরুদ্ধে ঐতিহাসিক টেস্ট ম্যাচে আফগানিস্তানের হয়ে মাঠে নামে জাজাই। ২০১৩ সালে শারজায় কেনিয়ার বিরুদ্ধে টি-২০ ম্যাচ দিয়ে আন্তর্জাতিক অভিষেক হয় আফসরের। এখনও পর্যন্ত জাতীয় দলের হয়ে ৩টি টেস্ট, ১৭টি ওয়ান ডে ও ১টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন জাজাই।

 –হিন্দুস্থান সমাচার/ কাকলি


 
Top