खेल

Blog single photo

রিপোর্ট পজিটিভ! করোনা-আক্রান্ত বাংলাদেশি ক্রিকেটার মাশরাফি মুর্তজা

20/06/2020

ঢাকা, ২০ জুন (হি.স.): বাংলাদেশের ক্রীড়া জগতেও ফের প্রাণঘাতী করোনাভাইরাসের হানা। তামিম ইকবালের বড় ভাই প্রাক্তণ ক্রিকেটার নাফিস ইকবাল কোভিড-১৯ পজিটিভ হওয়ার খবর আগেই পাওয়া গিয়েছে। এবার করোনায় আক্রান্ত হয়েছেন বাংলাদেশের সফলতম ওয়ানডে অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা। শনিবার মাশরাফির করোনা-রিপোর্ট পজিটিভ এসেছে।
দু'দিন ধরেই জ্বরে ভুগছিলেন বাংলাদেশি ক্রিকেটার ও সাংসদ মাশরাফি। তাঁর করোনা উপসর্গ বলতে, জ্বর, গা ও মাথা ব্যথা ছিল। এ জন্য শুক্রবার শারীরিক পরীক্ষা করান তিনি। সেই রিপোর্ট পজিটিভ এসেছে।

হিন্দুস্থান সমাচার। রাকেশ।


 
Top