ट्रेंडिंग

Blog single photo

শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'নিসর্গ', উদ্বেগ-উৎকণ্ঠায় মহারাষ্ট্র

03/06/2020

নয়াদিল্লি ও মুম্বই, ৩ জুন (হি.স.): শক্তি বাড়িয়ে দ্রুত গতিতে এগিয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় 'নিসর্গ'।  বুধবার দুপুর একটা থেকে বিকেল চারটের মধ্যে ঘূর্ণিঝড় 'নিসর্গ' হরিহরেশ্বর এবং দমনের মাঝামাঝি থেকে (অলিবাগের খুব কাছে) মহারাষ্ট্র উপকূল বরাবর এগিয়ে যাবে। ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)-র ডিজিএম মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, দুপুর একটা থেকে বিকেল চারটের মধ্যে ঘূর্ণিঝড় 'নিসর্গ' হরিহরেশ্বর এবং দমনের মাঝামাঝি থেকে (অলিবাগের খুব কাছে) মহারাষ্ট্র উপকূল বরাবর এগিয়ে যাবে। উপকূল অতিক্রম করার সময় মুম্বই, থানে এবং রাইগড় জেলায় হাওয়ার গতিবেগ থাকবে ঘন্টায় ১০০-১২০ কিলোমিটার। রত্নাগিরি, সিন্ধুদুর্গ এবং পালঘরে হাওয়ার গতিবেগ থাকতে পারে ৮০-৯০ কিলোমিটার প্রতি ঘন্টা। মধ্যরাতের মধ্যেই 'নিসর্গ' দুর্বল হয়ে যাবে এবং বৃহস্পতিবার সকালের মধ্যেই নিম্নচাপে পরিণত হবে।
বুধবার সকালে আইএমডি মুম্বইয়ের বিজ্ঞানী শুভাঙ্গি ভূটে জানিয়েছেন, ঘূর্ণিঝড় 'নিসর্গ' শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে, মুম্বই থেকে মাত্র ২০০ কিলোমিটার দূরে রয়েছে। উত্তর-পূর্ব অভিমুখে অগ্রসর হয়ে রাইগড় জেলার অলিবাগের দিকে এগিয়ে যাচ্ছে ঘূর্ণিঝড় 'নিসর্গ'। দুপুর একটা থেকে বিকেল তিনটের মধ্যে অলিবাগের দক্ষিণ থেকে অগ্রসর হবে শক্তিশালী ঘূর্ণিঝড় 'নিসর্গ'।
জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ)-এর পক্ষ থেকে জানানো হয়েছে, মহারাষ্ট্রে মোতায়েন করা হয়েছে ২০টি টিম; ৮টি টিম মুম্বইয়ে, রাইগড় জেলায় ৫টি টিম, পালঘরে দু'টি টিম, থানে জেলায় দু'টি টিম, রত্নাগিরিতে দু'টি টিম এবং সিন্ধুদুর্গ জেলায় একটি টিম মোতায়েন রয়েছে।


মহারাষ্ট্র : আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে রাইগড় জেলার অলিবাগের থালে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে প্রায় ১৫,০০ জন মানুষকে। মহারাষ্ট্রের পালঘর জেলার দাহানুতে সমুদ্র সৈকতে সকাল থেকেই মোতায়েন ছিল জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী।


গুজরাট : ঘূর্ণিঝড় 'নিসর্গ'-র প্রভাব পড়তে পারে গুজরাটেও। সুরাটের সুভালি সৈকতে তাই সকাল থেকেই মোতায়েন ছিল জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। গুজরাটের ভালসাদে অসংখ্য মানুষকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়।

গোয়া : ঘূর্ণিঝড় 'নিসর্গ'-র প্রভাবে বৃষ্টি শুরু হয়েছে গোয়াতেও। বুধবার সকালেই প্রবল বৃষ্টি শুরু হয় পানাজি শহরে। গোয়ায় সারাদিন হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস জারি করেছে ভারতীয় আবহাওয়া দফতর।


হিন্দুস্থান সমাচার। রাকেশ।


 
Top