क्षेत्रीय

Blog single photo

দুর্গাপ্রতিমা বিসর্জন দেখতে গিয়ে মালদহে নৌকাডুবি, মৃত্যু তিনটি শিশুর

09/10/2019

মালদহ, ৯ অক্টোবর (হি.স.): পশ্চিমবঙ্গের মালদহ জেলার চকবাহাদুর গ্রামের কাছে গঙ্গায় নৌকা উল্টে মৃত্যু হল তিনটি শিশুর| মঙ্গলবার সন্ধ্যায় মর্মান্তিক ঘটনাটি ঘটেছে| মৃত শিশুদের বয়স যথাক্রমে ৬, ৯ ও ১১ বছর| মালদহের অতিরিক্ত জেলা শাসক অর্ণব চট্টোপাধ্যায় জানিয়েছেন, দুর্গাপ্রতিমা বিসর্জন দেখতে মঙ্গলবার সন্ধ্যায় ডিঙি নৌকায় চেপে চকবাহাদুর গ্রাম থেকে পাশ্ববর্তী গ্রামে যাচ্ছিলেন তিনজন মহিলা এবং তিনটি শিশু| 
আচমকাই গঙ্গায় উল্টে যায় নৌকাটি| তিনজন মহিলা সাঁতরে প্রাণ বাঁচাতে সক্ষম হলেও, তিনটি শিশুর গঙ্গায় ডুবে মৃত্যু হয়েছে|
কালিয়াচক ব্লক ৩-র বিডিও গৌতম দত্ত জানিয়েছেন, ৫-৬ ফুট গভীরে ডুবে যায় নৌকাটি| তিনজন মহিলা প্রাণে বেঁচে গিয়েছেন| মৃত্যু হয়েছে তিনটি শিশুর| মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ| 

হিন্দুস্থান সমাচার| রাকেশ|


 
Top