खेल

Blog single photo

করোনা দ্রুত ছড়িয়ে পড়ায় রাজ্যপাল জগদীপ ধনকরের দুশ্চিন্তা

09/06/2020

কলকাতা, ৯ জুন (হি. স.) :  করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যাবৃদ্ধি একটি দুশ্চিন্তার বিষয় বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকর।

ধনকর তাঁর টুইটে লিখেছেন, “প্রতিটি দিন করোনা নিয়ে আমাদের দুশ্চিন্তার পারদ চড়ছে। করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যাবৃদ্ধি মমতা-প্রশাসনের কাছে একটি দুশ্চিন্তার বিষয়। সমাজের কল্যাণের জন্য আমাদের সবাইকে সর্বোচ্চ সতর্কতা নিতে হবে।”

রাজ্যপাল লিখেছেন, “শারীরিক দূরত্ব ও আচরণবিধি মেনে চলতে হবে। কারণ, এটাই করোনাকে হারানোর একমাত্র পথ। ডেরেক ও’ব্রায়ানকে অনুরোধ করছি করোনার প্রকৃত তথ্য মানুষকে জানাতে। এটা আনলকডাউনকে আরও গভীরভাবে নেওয়ার সহায়ক হবে। এটা খুবই দরকার। মমতা প্রশাসনের কাছে হাজার হাজার টেস্টিং রিপোর্ট পড়ে থাকা বা এ নিয়ে কোনও উত্তর না দেওয়া জনস্বার্থের সহায়ক নয়।“

ধনকরের কথায়, “সামাজিক মাধ্যমের মুখপাত্র হিসাবে মমতা প্রশাসমশনের কাছে আমি এই তথ্য চাইছি। রিপোর্ট মেলেনি, এ রকম পরীক্ষার সংখ্যা কত? পরীক্ষার রিপোর্ট পেয়েছে অথচ প্রকাশ করেনি— এ রকম সংখ্যাই বা কত?“ ডেরেককে উদ্দেশ করে রাজ্যপাল টুইটে লেখেন, “বরিষ্ঠ সাংসদ হিসাবে আশা করি উনি এই তথ্য পেশ করবেন।“ হিন্দুস্থান সমাচার/ অশোক


 
Top