क्षेत्रीय

Blog single photo

পশ্চিমবঙ্গ : বকুলতলায় পুলিশের জালে ডাকাত দল, উদ্ধার আগ্নেয়াস্ত্র

14/02/2020

বকুলতলা (দক্ষিণ ২৪ পরগনা), ১৪ ফেব্রুয়ারি (হি.স.): দক্ষিণ ২৪ পরগনার বকুলতলায় পুলিশের জালে ধরা পড়ল তিন সদস্যের একটি ডাকাত দল। বৃহস্পতিবার রাতে বকুলতলা থানার পুলিশ ও বারুইপুর পুলিশ জেলার স্পেশ্যাল অপারেশন গ্রুপের সদস্যরা তিন সদস্যের ডাকাত দলকে গ্রেফতার করেছে। ধৃতদের কাছ থেকে চারটি বন্দুক, আট রাউন্ড গুলি ও একটি ভোজালি উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে বারুইপুর জেলা পুলিশের স্পেশ্যাল অপারেশন গ্রুপের কাছে গোপন সূত্রে খবর আসে, একদল ডাকাত বকুলতলা থানার নতুনহাট বাজারের কাছে ডাকাতির ছক কষেছে।
সেই খবর পেয়েই বকুলতলা থানার পুলিশকে সঙ্গে নিয়ে ৬ নম্বর মুনিরতট বাজারে তল্লাশি অভিযান চালায় স্পেশ্যাল অপারেশন গ্রুপের সদস্যরা। সেখানে গিয়ে হাতে নাতে তিনজনকে ধরে ফেলে পুলিশ। ধৃতদের নাম আজেদ আলি মোল্লা, সালাউদ্দিন পাইক ও সইদুল মোল্লা। এদের সকলেরই বাড়ি মথুরাপুর থানা এলাকায়। ধৃতদের কাছ থেকে চারটি আগ্নেয়াস্ত্র, গুলি ছাড়াও একটি মোটর বাইক বাজেয়াপ্ত করেছে পুলিশ। তবে, আরও তিনজন বাইকে করে পালিয়ে যায়। ধৃতদেরকে শুক্রবার বারুইপুর আদালতে তোলা হবে। এদেরকে নিজেদের হেফাজতে নিয়ে বাকি অভিযুক্তদের বিষয়ে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ।

হিন্দুস্থান সমাচার। পার্সতি।


 
Top